‘১০০০ তালিবানের খুনি’ মার্শাল দোস্তাম কোথায়? বিশ্বসেরা গুপ্তচর বাহিনির ঘুম উড়ছে

দ্য কোয়ারি ডেস্কঃ তালিবান কব্জায় আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির খবর, সে দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠনটি। বিবিসি জানাচ্ছে কিছু মাত্রায় পদক্ষেপ নিয়েছে তালিবান সরকার। তবে জনজীবনে প্রবল আতঙ্ক।

অন্যদিকে তালিবান সরকারের দুশ্চিন্তা তাদের শত্রু আফগান মার্শাল আবদুল রশিদ দোস্তামের কোনও খবরই মিলছে না। দোস্তাম গত রবিবার থেকেই আত্মগোপনে।

উত্তর আফগানিস্তানের মাজার ই শরিফে মার্শাল দোস্তামের গণ মিলিশিয়া বাহিনি তালিবান ঠেকিয়ে রেখেছিল। নেতৃত্বে ছিলেন প্রৌঢ় দোস্তাম। তবে কাবুলের পতন ও সরকারের আত্মসমর্পণ নিশ্চিত হয়ে যেতেই মার্শাল দোস্তাম যুদ্ধ থেকে সরে যান। মাজার ই শরিফ দখল করে নেয় তালিবান।

মার্শাল দোস্তাম আফগানিস্তানের সোভিয়েত নিয়ন্ত্রণের সময় অন্যতম সেনানায়ক। তিনি পরবর্তী সময়ে তালিবান বিরোধী হামলার নেতৃত্ব দেন। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে প্রথম তালিবান সরকারের আমলে গেরিলা কায়দায় দোস্তামের বাহিনি তালিবানদের বিরুদ্ধে লড়াই করে।

দোস্তামের বিরুদ্ধে ১০০০ তালিবানকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ রয়েছে। তবে এর প্রমাণ নেই। তালিবান সরকারের কাছে আতঙ্কের নাম দোস্তাম।

তালিবান ঘনিষ্ঠ বাংলাদেশি JMB জঙ্গি সংগঠনের নাশকতা শুরু হয়েছিল ১৭ আগস্ট

আফগানিস্তানে তালিবান ফের সরকারে আসার পরেই নিরুদ্দেশ আবদুল রশিদ দোস্তামের সংবাদ পেতে তাবড় তাবড় গুপ্তচর সংস্থাগুলি মরিয়া চেষ্টা চালাচ্ছে। মোসাদ, সিআইএ, এমআই ৫, আইএসআই, র সহ বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগ খোঁজ চালাচ্ছে দোস্তামের সর্বশেষ খবর নিতে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে অসমর্থিত সূত্রে খবর, মার্শাল আবদুল রশিদ দোস্তাম গেরিলা কায়দায় তালিবান বিরোধী লড়াই চালাতে মরিয়া। তিনি আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে উজবেকিস্তানের কোনও এক ডেরায় রয়েছেন।

সম্পর্কিত পোস্ট