ফের দুই জনপ্রিয় সংবাদমাধ্যমের দফতরে আয়কর হানা, রাজনৈতিক চাল নয় তো? প্রশ্ন পর্যবেক্ষকদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুই বিখ্যাত অনলাইন নিউজ প্লাটফর্ম নিউজ লন্ড্রি এবং নিউজ ক্লিকের দপ্তরে আয়কর হানা। শুক্রবার সকালে ওই দুই সংবাদমাধ্যমে দপ্তরে হাজির হয় আয়কর বিভাগের আধিকারিকরা।
আয়কর বিভাগের আধিকারিকরা জানিয়েছেন হানা দিতে নয় সমীক্ষা করতেই তারা গিয়েছিলেন ওই দুই সংবাদমাধ্যমের অফিসে।
দক্ষিণ দিল্লিতে এই দুই পোর্টালের অফিসে আয়কর সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন আধিকারিকরা। সেই সমস্ত আয়কর এবং রেমিটেন্স কিভাবে তারা মিটিয়েছেন এদিন খোঁজ নিতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তারা।
মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্য়সভার আসনে তৃণমূলের প্রার্থী সুস্মিতা দেব !
নিউজ লন্ড্রির এক কর্মী জানিয়েছেন, সকাল সাড়ে এগারোটা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা হাজির হন ওই সংস্থার অফিসে । এরপরেই সময় ওই দফতরে থাকা প্রত্যেককে তাদের নির্দিষ্ট মোবাইল ফোন সুইচ অফ করতে বলেন তারা। তারপর দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ।
নিউজ লন্ড্রি বা নিউজ ক্লিকই নয় বেশ কিছুদিন আগে আয়কর রিটার্নে বেশ কিছু অভিযোগ তুলে জনপ্রিয় হিন্দি দৈনিক সংবাদপত্র দৈনিক জাগরণ -র অফিসে হানা দেয় আয়কর দপ্তর।
রাজনৈতিক বিশ্লেষকরা যদিও এই বিষয়টিকে মোটেই লঘু করে দেখতে নারাজ। এদিন প্রশ্ন ছুঁড়ে দেন তারা। শুধুই কি আয়কর সংক্রান্ত বিষয় নাকি এই তিন সংবাদমাধ্যমের কনটেন্ট পছন্দ না হওয়ায় কেন্দ্রীয় সরকারের রোষানলে পড়তে হচ্ছে সংবাদ সংস্থাগুলিকে?