Vibrant Gujarat : ভাইব্র্যান্ট গুজরাট সামিট সফল করাই লক্ষ্য – আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

The Quiry : গুজরাটের উন্নয়নের লক্ষ্যে তাঁর হাত ধরে চালু হওয়া এই সামিট কীভাবে এই রাজ্যকে ত্বরান্বিত করছে, তা কাছ থেকে দেখতে চান প্রধানমন্ত্রী মোদী। সামিট বলতে বিভিন্ন রাষ্ট্রের নেতা ও শিল্প-সংস্থার কর্তাদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা – ভাইব্র্যান্ট গুজরাট সামিট সফল করাই লক্ষ্য – আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতেই তিনি আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন।

Vibrant Gujarat : ভাইব্র্যান্ট গুজরাট সামিট সফল করাই লক্ষ্য – আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আরও খবর- mother-grandparents : মা – দিদাদের ভরসা ,শরীর খারাপের একমাএ টোটকা তালমিছরি

গান্ধী নগরের মহাত্মা মন্দির সফর , সেখানে বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক – সংযুক্ত আরব আমির শাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে রোড শো। সামিট শেষে তিনি বিশ্বের বড়-বড় শিল্প প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে বৈঠকে বসবেন। বলা যায় , এই ভাইব্র্যান্ট সামিট থেকে গুজরাটের ঝুলিতে কী কী উপহার আসছে , সেটাই পরখ করে নিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন শিল্প-সংস্থার সিইও-দের সঙ্গেও বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল বাণিজ্যের সূচনা করবেন বলে পিএমও সূত্রে খবর।

সম্পর্কিত পোস্ট