উত্তরপ্রদেশের মন্ত্রীসভায় রদবদল, জায়গা পেতে পারেন জীতিন প্রসাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: নির্বাচনের আগে উত্তরপ্রদেশের মন্ত্রীসভায় ব্যাপক রদবদল৷ রবিবার সন্ধ্যাতেই হতে চলেছে সর্বোচ্চ ঘোষণা। সূত্রের খবর, নয়া মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কিছু মাস আগে বিজেপিতে যোগদানকারী জীতিন প্রসাদ। আরও ছয় থেকে সাত জন নয়া সদস্য মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন। মন্ত্রীসভার এই রদবদলের আগে বিশেষ নজর রাজভবনের দিকে।
২৪ এর নির্বাচনের আগে লিটমাস টেস্ট উত্তপ্রদেশের নির্বাচন। দেশের এই সর্ববৃহৎ রাজ্যই আগামী দিনে জাতীয় রাজনীতির দিক নির্দেশক৷ গত চার বছরের অধিক সময় ধরে উত্তরপ্রদেশের একাধিক ঘটনা যোগী সরকারকে সমালোচনার কাঠগড়ায় উপস্থিত করিয়েছে। তাই উত্তরপ্রদেশ নিয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে গেরুয়া শিবির।
এর আগে দিল্লিতে একপ্রস্থ বৈঠকে স্থির করা হয়েছে মন্ত্রীসভার সদস্যদের নাম। কিন্তু বরাবরের মতোই সেই তালিকার রহস্যভেদ করেননি দীনদয়াল উপাধ্যায় মার্গের নেতারা। রবিবার সন্ধ্যাতেই হতে চলছে তার অনুষ্ঠানিক ঘোষণা।
কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি টানতে চলেছে প্রণব পরিবার!
বিজেপির ছাড়াও পিছিয়ে নেই অন্যান্য রাজনৈতিক দলগুলি। সোমবার থেকে পাঁচ দিনের উত্তরপ্রদেশ সফরে উপস্থিত হবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। একাধিক রাজনৈতিক ব্যাক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এমনকি উত্তরপ্রদেশের একাধিক কার্যকতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
অন্যদিকে, নির্বাচনের আগে কানহাইয়া কুমারকে নিয়ে জল্পনা কম হচ্ছে না। শোনা যাচ্ছে, ২৮ তারিখ কংগ্রেসে যোগদান করতে চলেছেন তিনি। বিহার লাগোয়া এলাকাগুলিতে নির্বাচনী প্রচারের দায়িত্ব পেতে পারেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিধানসভা কেন্দ্র গোরক্ষপুরে প্রচার সারবেন তিনি।
যদিও উত্তরপ্রদেশের নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে নেই সমাজবাদী পার্টি। বড় কোনও দল নয়, বরং ছোট দলগুলির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন অখিলেশ যাদব৷ উত্তরপ্রদেশের নির্বাচনে একাই লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বহুজন সমাজবাদী পার্টি।