মন খারাপ ইলিশ প্রেমীদের, মাছ ধরায় ফের নিষেধাজ্ঞা হাসিনা সরকারের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  দূর্গাপূজা উপলক্ষ্যে ভারতকে বিপুল পরিমাণ ইলিশ উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিল শেখ হাসিনা সরকার। পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে পদ্মার সেই ইলিশের ১৬ টন ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে। আরও ইলিশ ঢোকার কথা রয়েছে।

জানা গিয়েছে আগামী ৩ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে এই সুস্বাদু ইলিশের চালান। আর তাতেই মন খারাপ ইলিশ প্রেমীদের। বাংলাদেশ সরকার আগামী ৪ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে।

ভারতে ইলিশ রফতানির ক্ষেত্রে সময়সীমা ১০ অক্টোবর পর্যন্ত থাকলেও পরে সেই সময়সীমা কমানো হয়। এই কারণেই আগামী ৩ অক্টোবরের পর ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ অক্টোবর রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন

এদেশের মাছ ব্যবসায়ীদের দাবি, আগামী ২২ অক্টোবরের পরে ইলিশ রফতানি চালু করা হোক। যদিও তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

এর আগে এ বছর ভারতে মোট ৪৬০০ মেট্রিক টন ইলিশ রফতানি করার কথা ঘোষণা করে শেখ হাসিনার সরকার। প্রথমে বলা হয়েছিল, ২০৮০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।

পরে বলা হয়েছে, আরো ২৫২০ টন ইলিশ ভারতে যাবে। সবমিলিয়ে ৪৬০০ টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার কথা। গত বছরের তুলনায় যা দ্বিগুণ।

সম্পর্কিত পোস্ট