লাদাখের পরিস্থিতি উদ্বেগজনক, ১৩ দফার বৈঠকে ভারত-চিন

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে লাদাখ সীমান্তে৷ ক্রমাগত সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে চিন৷ এমত অবস্থায় ফের ১৩ দফার বৈঠকে বসতে চলেছে দুই পড়শি দেশ। তবে চিনের বাড়বাড়ন্ত নিয়ে কড়া সমালোচনা করেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে।

সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, পূর্ব এবং উত্তর লাদাখে ক্রমশ সেনা সংখ্যা বাড়িয়ে চলেছে চিন। স্বাভাবিকভাবেই চিনের বাড়বাড়ন্ত ভারতের জন্য ভীষণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিনের প্রতিটি পদক্ষেপের ওপর ভারতের কড়া নজরদারি রয়েছে। এই মুহুর্তে যে কোনও সমস্যার মোকাবিলার জন্য ভারত প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, একমাত্র বৈঠকের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করছেন সেনাপ্রধান এমএম নারভানে। আমরা আশাবাদী নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারব। কীভাবে সেনা সরানোর বিষয়ে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দুই দেশের নেতৃত্বরা বৈঠকে বসবেন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার পূর্ব লাদাখের একাধিক এলাকা পরিদর্শন করেন সেনাপ্রধান৷ সেনাকে উজ্জীবিত করতে একাধিক টোটকাও দেন তিনি৷

সূত্রের খবর, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের সঙ্গে মোকাবিলার জন্য পাকিস্তানের সাহায্য নিচ্ছে চিন। ইতিমধ্যেই পাকিস্তান আর্মির বেশ কিছু অফিসার চিনা ফৌজের সঙ্গে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে। উঁচু পাহাড়ি ঘেরা এলাকায় পশ্চিমাঞ্চল থিয়েটার কমাণ্ডের দায়িত্ব নিয়েছেন ওয়াং হাইজিয়াং। সেখানে মোকাবিলার জন্য পাক সেনার সাহায্য নিচ্ছে চিন।

চিনকে প্রতিহত করার জন্য প্রথমবার কে নাইন-ভাজরার ব্যবহার করছে ভারত। প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেই শত্রুকে খতম করতে সক্ষম এই অত্যাধুনিক অস্ত্র৷

সম্পর্কিত পোস্ট