পুজোয় ভোট প্রচার বন্ধ রাখার আবেদন, নির্বাচন কমিশনে জানালেন মমতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন উৎসবের দিনগুলিতে ভোট প্রচার বন্ধ রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন হবে দিনহাটা, খড়দা, গোসাবা, শান্তিপুরে। কাজেই পুজোর সময় প্রচার পর্ব চলবে জোরকদমে।

কিন্তু উৎসবের মরসুমে ভোট প্রচারে সাধারণ মানুষের বিরক্তি উৎপাদন করতে পারে । পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সেই সময় পুজোর আয়োজনে ব্যস্ত থাকে। সেকথা মাথায় রেখেই রাজনৈতিক দলগুলোকে ওই সময় প্রচার স্থগিত রাখার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি পুজোর সময় প্রচার বন্ধ রাখার জন্য মুখ্যসচিবের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

অতিমারি আবহে ভার্চুয়াল মাধ্যমেই পুজো উদ্বোধনে জোর মমতার

রাজ্যে আসন্ন চারটি বিধানসভা আসনে উপ-নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি থাকায় রাজ্য সরকার সংশ্লিষ্ট জেলাগুলিতে লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধা ভোগীদের কোন অনুদান না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন নিয়ম মেনেই দুই চব্বিশ পরগনা, নদীয়া এবং কোচবিহার জেলায় এই প্রকল্পের অনুদান এখনই দেওয়া হবে না। নির্বাচন প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের অনুদান একসঙ্গে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য আগামী ৩০ অক্টোবর উত্তর ২৪ পরগনা খরদা, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, নদীয়ার শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটা কেন্দ্রে ভোট রয়েছে। তবে পুজো অনুদান বাবদ ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে কমিশন ছাড়পত্র দেওয়ায় পুজোর আগেই তা দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

সম্পর্কিত পোস্ট