ট্রাম্পের উপস্থিতির আগেই সিএএ নিয়ে রণক্ষেত্র রাজধানী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর কিচ্ছুক্ষণের মধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই ফের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংঘর্ষের ছবি দেখা গেল রাজধানীতে।
রবিবার উত্তরপুর্ব দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনকে ঘিরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রবিবার বিজেপি নেতা কপিল মিশ্রকে বলেছিলেন, ট্রাম্প যতক্ষণ ভারতে থাকবেন, ততক্ষণ আমরা শান্তি বজায় রাখব। কিন্তু সোমবারেও সেই এক ছবি দেখা গেল। দিল্লির কবিরনগর এলাকার মৌজাপুর মেট্রো স্টেশনের কাছে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। বন্ধ মেট্রো পরিষেবাও।
সংসদে পাশ হওয়ার পর থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সরব হন দেশের একাধিক মানুষ। শাহিনবাগ থেকে শুরু করে পার্ক সার্কাস, চেন্নাই সহ দেশের একাধিক প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সরব হয় মানুষ। এরই মধ্যে শনিবার থেকে জাফরাবাদে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রতিবাদে সরব হন মহিলারা।
পুলিশ এসে তাঁদের বোঝানোর চেষ্টা করলেও তাঁদের তোলা যায়নি। রবিবার সকাল থেকেই আন্দোলনের আকার ক্রমশ বাড়তে শুরু করে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারের কোনও আইনের বিরোধিতায় প্রতিবাদের অধিকার প্রত্যেক মানুষের রয়েছে। তবে সেখানে সাধারণ মানুষের যাতে না কোনও অসুবিধা হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়। আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করে পুলিশ। যদিও এতেও কোনও সমস্যার সমাধান হয়নি।
এরই মধ্যে বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, তিন দিন সময় দেওয়া হচ্ছে। তিনদিনের মধ্যে আন্দোলন উঠে না গেলে ব্যবস্থা নেওয়া হবে।