নবান্নের ১৪ তলায় অগ্নিকান্ড, প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের সচিবালয় নবান্নের ১৪ তলায় আজ দুপুরে আগুন লাগে। প্রশাসনিক সূত্রে খবর, দুপুর বারোটা নাগাদ প্রথম ওই তলার ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া প্রথমে চোখে পড়ে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে।
তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একের পর এক ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে জানা গিয়েছে, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়। এসি-র কোনও পাইপ থেকে আগুন লাগে বলে দমকলের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
ডিজি, ফায়ার পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন। মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ।
সূত্রের খবর নবান্নের ১৪ তলার ছাদে পিচ চট বসানোর কাজ চলছিল। পাশাপাশি মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছিল। কোনভাবে সেখান থেকেই শর্ট-সার্কিট হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
খোদ রাজ্যে প্রশাসনের সদর দফতরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।