সিংঘু বর্ডারে দলিত হত্যার ঘটনায় গ্রেফতার আরও দুই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুক্রবার সিংঘু বর্ডারে এক দলিতকে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। একজন নিহাং শিখ আত্মসমর্পণ করার পর আরও দুই জনকে আটক করে পুলিশ। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতে গ্রেফতার করা হয় দুই জনকে। এনিয়ে ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ।
ভগবত সিং এবং গোবিন্দ প্রীত সিং নামে দুই ব্যাক্তি পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। সোনপথের ডিএসপি বীরেন্দ্র সিং জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদে দুই জনের বক্তব্যে অসঙ্গতি মেনে। পরে দুই জনকে হেফাজতে নেওয়া হয়েছে। রবিবারই তাদের আদালতে পেশ করা হবে।
শুক্রবার সকালে লক্ষবীর সিং নামে এক দলিত খুনের ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির হাত এবং পা কেটে কৃষক আন্দোলনস্থল থেকে অদুরে ঝুলিয়ে দেওয়া হয়। অটোপসি রিপোর্টে বলা হয়েছে, মৃত ব্যক্তির শরীরে ৩৭ জায়গায় আঘাত করা হয়।
অভিযোগ, পবিত্র গুরু গ্রন্থ সাহিবের অপমান করেছেন ওই ব্যক্তি। ঘটনার সঙ্গে আন্দোলনরত কৃষকদের কোনও যোগ নেই। তা স্পষ্ট করেছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব।
এর আগে সরবজিৎ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ১৪ দিনের হেফাজতে নেওয়া তাঁদেরকে। সরবজিৎকে জিজ্ঞাসাবাদ করেই আরও চার জনের সন্ধান মেলে।।