বাংলার লক্ষ্য রাজ্যওয়াড়ি প্রথম ডোজ টিকাকরণে ‘লেটার মার্কস’
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার আগামী ২০ দিনের মধ্যে ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের ৮০ শতাংশ কে অন্তত একটি ডোজ করে করোনা টিকা দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে।
বর্তমানে ওই হার ৬৬ শতাংশের কাছাকাছি। ৮০ শতাংশের টিকা করণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হলে এই সময় ৮০ লক্ষ লক্ষ ডোজ টিকা দিতে হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য ১৬ জানুয়ারি কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে রবিবার সন্ধ্যা অবধি পাওয়া খবর অনুযায়ী প্রায় ২ লক্ষ ৯৩ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। মোট ৬ কোটি ৬৫ লক্ষ ২১ হাজার ৪৫৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।
দু’জন রাজ্যবাসীর মধ্যে অন্তত একজনের প্রথম টিকা পাওয়ার লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে সেই কবেই। এবার বাংলার লক্ষ্য রাজ্যওয়াড়ি প্রথম ডোজ টিকাকরণে ‘লেটার মার্কস’ অর্জন।
কয়লাকাণ্ডে মুল অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
এদিকে স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, কলকাতায় প্রথম ডোজ টিকাদান ১৩৫ শতাংশ পার করার পর এবার প্রথম ডোজ টিকাকরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্বাস্থ্য জেলা নন্দীগ্রাম। সূত্রের খবর, ১৬ অক্টোবর তারা ১০১.২৫ শতাংশ প্রথম ডোজ টিকাকরণ সম্পূর্ণ করে ফেলেছে।
শুধু তাই নয়, খেজুরি-১ এবং রামনগর-২ ব্লকে তা ১০২ শতাংশ পেরিয়ে গিয়েছে। আর কাঁথি পুরসভায় তা হয়েছে ২২৬.২২ শতাংশ। জানা গেছে, কলকাতার পরই রাজ্যের যে দুটি জেলা প্রথম ডোজ টিকাকরণে ১০০ শতাংশ লক্ষ্য অর্জনে খুব ভালো কাজ করছে তারা হল নন্দীগ্রাম এবং উত্তর ২৪ পরগনা।
উত্তরের প্রথম ডোজ টিকাকরণ ৮০ শতাংশ পেরিয়ে গিয়েছে। তাছাড়া কয়েকটি জেলায় প্রথম ডোজ টিকাদান ৭০ শতাংশ পেরিয়ে গিয়েছে।