মমতার মতো মহিলা ভোটারেই বিজেপিকে কুপকাত করতে চাইছেন প্রিয়াঙ্কা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে কুপকাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিসংখ্যান বলছে, বাংলায় বিজেপি কুপকাত হয়েছে সাইলেন্ট ভোটার অর্থাৎ মহিলা ভোটারদের হাত ধরেই। উত্তরপ্রদেশেও একই স্ট্র‍্যাটেজিতে হাঁটতে চাইছে কংগ্রেস৷

মঙ্গলবার লখনউয়ে সাংবাদিক সম্মেলন করে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, তাঁর ইচ্ছে ছিল ৫০ শতাংশ মহিলা প্রার্থীরা উত্তরপ্রদেশ নির্বাচনে লড়বেন। কিন্তু দলের সিদ্ধান্তে ৪০ শতাংশ আসন কংগ্রেস মহিলাদের জন্য সংরক্ষণ করে রাখবে। তবে কী প্রত্যাশিত পুরুষ প্রার্থীদের স্ত্রী প্রার্থী হবেন?

সেবিষয়ে অবশ্য প্রিয়াঙ্কা আমেঠির এক গ্রাম প্রধানের কথা উল্লেখ করেন। যেখানে স্বামী ছাড়াই মহিলা সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন।তবে উত্তরপ্রদেশের জাতপাতের রাজনৈতিক ভোটাভুটির অঙ্কে বদল আনতে চাইছেন প্রিয়াঙ্কা?

এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা অবশ্য নিজে স্পষ্ট করেছেন, যোগী আদিত্যনাথের আমলে হাথরাসে দলিত বালিকার সঙ্গে যে ঘটনা ঘটেছে, উন্নাওয়ে যে ঘটনা ঘটেছে মহিলাদের তার জবাব দেওয়ার সময় এসে গেছে।

নতুন দল গঠন করে নির্বাচনী ময়দানে নামতে চান ক্যাপ্টেন অমরিন্দর সিং

এর আগে ওড়িষার নির্বাচনে প্রায় ৩৩ শতাংশ আসনে মহিলাদের প্রার্থী করে নজির গড়েছিল নবীন পট্টনায়কের বিজু জনতা দল। এবার তাঁদের পিছনে ফেলে বড়সড় সিদ্ধান্ত নিল কংগ্রেস। মহিলাদের কংগ্রেস যোগদান করেই সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের জন্য আর্জি জানালেন প্রিয়াঙ্কা নিজেই।

আক্ষরিক অর্থে এটা উত্তরপ্রদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলের সুচনা হলেও এর পিছনে ভোটের অঙ্ক কষতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, বাংলায় মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, বিধবাভাতা সহ একাধিক প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা সরাসরি ভোটের অঙ্কে ফায়দা দিয়েছে তৃণমূলকে।

ঠিক একই পথে উত্তরপ্রদেশের রাজনীতিতে মহিলাদের সামনে এনে ক্ষমতা দখলের লড়াইয়ে নামতে চাইছে কংগ্রেস। আপাতত জাতপাতের সংখ্যা হিসাব সবটাকেই পিছনে রাখতে চাইছে তাঁরা। এমনকি ২০২২ এর উত্তরপ্রদেশ নির্বাচনে প্রধান মুখ যে প্রিয়াঙ্কা সেবিষয়েও কোনও সন্দেহ নেই।

সম্পর্কিত পোস্ট