IND vs PAK: মরুপ্রদেশে বিরাটের ট্রাম্প কার্ড হতে পারেন শারদুল ঠাকুর
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সদ্য সমাপ্ত আইপিএলে তিনি অনবদ্য পারফরমার। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে গোটা টুর্নামেন্টে ১১ টি উইকেট পেয়েছেন তিনি। ব্যাটিংয়েও অনবদ্য ফলাফল সরাসরি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে (t20 world cup)জায়গা করে দিয়েছে।
অক্ষর প্যাটেলের জায়গায় প্রথম ১৫ দলে জায়গা করে নিয়েছেন শারদুল ঠাকুর (Shardul Thakur) । রবিবারের ম্যাচে তিনিই হতে পারেন বিরাটের ট্রাম্প কার্ড।
এমনিতেই বিসিসিআই নির্বাচিত এবারের ভারতীয় টিমে একের পর এক তাবড় ক্রিকেটাররা জায়গা করা নিয়েছে। সেই জায়গায় বাদ পড়েছে দুই অভিজ্ঞ খেলোয়াড শিখর ধাওয়ান (Sikhar Dhawan)এবং যযুবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ।
তার ওপর হার্দিক পান্ডেয়ার ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠায় টিম বাছতে সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। তাই রিজার্ভ বেঞ্চ থেকে তুলে আনা হয়েছে শারদুল ঠাকুরকে।
অনেকেই মনে করছেন, টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো এতবড় মঞ্চে শারদুলের মতো ধারাবাহিক খেলোয়াড়ের আসা প্রয়োজন। শারদুলকে মহেন্দ্র সিং ধোনি বেছে নিয়েছে৷ বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শুরুতে যশপ্রিত বুমরাহের সঙ্গে শারদুলকে ব্যবহার করতে পারেন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli) । আবার প্রয়োজনে অশ্বিনের সঙ্গেও ব্যবহার করা যেতে পারে তাঁকে। সেইসঙ্গে প্রথম ইনিংসে রান সংগ্রহের ব্যাপারে ভরসাযোগ্য ব্যাটসম্যান শারদুল।
শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে নয়, গোটা টুর্নামেন্টে বিরাটের ট্রাম্প কার্ড হতে পারেন এই তরুণ তুর্কি।