বিজেপির সঙ্গে আসন সমঝোতা, সিধুর বিরুদ্ধে লড়াই, নতুন দলের তিনিই ‘ক্যাপ্টেন’
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাঞ্জাবের রাজনীতিতে কংগ্রেসের গলার কাঁটা হতে চলেছে ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh)। পাঞ্জাবের (Punjab) দুই বারের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন বিজেপির সঙ্গে নির্বাচনে আসন সমঝোতায় যাবেন তিনি। একইসঙ্গে স্পষ্ট করলেন সিধুর (Navojyot singh sidhu) বিরুদ্ধে লড়াই করবে তাঁর দল।
তাহলে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের নতুন দলে কারা আসছেন? এবিষয়ে তিনি নিজেই জানিয়েছেন, একাধিক প্রভাবশালী নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে একবার দল গঠন হলেই জানা যাবে৷
এদিন সাংবাদিক বৈঠকে এটাও স্পষ্ট করেন, আমি কখনই বিজেপিতে যাওয়ার কথা বলিনি। আমি বলেছি আমি, আমার দল বিজেপির সঙ্গে আসন সমঝোতায় যাবে৷ এমনকি পাঞ্জাবের ১১৭ টি আসনে লড়াই করবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন।
বিএসএফের ক্ষমতা ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বৃদ্ধির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তাতেই অনেকটা বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা প্রবল হয়েছে। সেইসঙ্গে কৃষি আইন নিয়ে দ্রুত সমাধানের জন্য বৃহস্পতিবার ২৫ থেকে ৩০ জন মিলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি।
গত সাড়ে চার বছরে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকার পাঞ্জাবের মানুষের জন্য যা যা কাজ করেছে। ২০১৭ নির্বাচনে যা যা প্রতিশ্রুতি পালন করেছে সেই কথাই সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন তাঁরা।
এদিন নভজ্যোৎ সিং সিধুর বিরুদ্ধে রণহুঙ্কার দিয়ে বর্ষীয়ান রাজনীতিবীদের। তিনি জানিয়েছেন, যেখান থেকেই সিধু লড়াই করুক না কেন আমরা লড়াইয়ের জন্য তৈরি৷ তিনি এমনও বলেন, সিধু আসার পর থেকেই পাঞ্জাবে কংগ্রেসের জনপ্রিয়তা কমতে শুরু করেছে।