Westbengal assembly byelection result : রাত পোহালেই চার কেন্দ্রের ভাগ্য নির্ধারণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের চার বিধানসভা (Westbengal assembly election result) আসন দিনহাটা (Dinhata),শান্তিপুর (Shantipur) ,খড়দহ (Khardaha) এবং গোসাবা (gosaba) উপনির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল। ইতিমধ্যেই তার সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের দিনের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রে।

নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে জানা গেছে দিনহাটা কলেজে দিনহাটা বিধানসভা কেন্দ্রের, রানাঘাট কলেজে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের, নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে খড়দহ বিধানসভা কেন্দ্রের এবং বঙ্কিম সর্দার কলেজে গোসাবা বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে।

দীপাবলি কাটলেই গোয়া যাচ্ছেন অভিষেক

প্রত্যেকটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী। থাকছে সিসি ক্যামেরার নজরদারি। পর্যবেক্ষক ছাড়া গণনা কেন্দ্রের ভিতর কারও মোবাইল ফোন ব্যবহার করার অনুমতি থাকছে না।

প্রতি গণনা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোভিড বিধি-নিষেধ কঠোরভাবে পালন করা হবে। ভোটের ফল প্রকাশের পরে কোনরকম বিজয় উৎসব এর উপরেও বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন।

সম্পর্কিত পোস্ট