রাসবিহারী-ভবানীপুরের পর খড়দহ, ব্যাক টু ব্যাক জয় শোভনদেবের, নজর কাড়ল বামেরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ছাড়তে হয়েছে রাসবিহারী কেন্দ্র। বিধানসভায় ভবানীপুর থেকে জয়লাভ করেন। পরে সেই ভবানীপুর ছেড়ে দেন তৃণমূল সুপ্রিমোর জন্য৷ মঙ্গলবার খড়দাহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় আরও একবার নজর কাড়লেন ঘাসফুল নেতাদের।

চুড়ান্ত গণনা অনুযায়ী, খড়দাহে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৬৪৭ টি ভোট। জয়ী হয়েছেন প্রায় ৯৩ হাজার ভোটে। বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় হয়েছেন সিপি(আই)এম প্রার্থী দেবজ্যোতি দাস৷ উপনির্বাচনে যা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী কাজল সিনহা৷ কিন্তু করোনা প্রাণ কেড়ে নেয়৷ রাজনৈতিক মহলের ধারণা এবারের নির্বাচন হয়েছিল তৃণমূল প্রার্থীর স্মৃতিতেই। এই বিরাট ব্যবধানের জয় তৃণমূলের কাছে বিরাট প্রাপ্তি।

কাজল সিনহার পর তাঁর অসমাপ্ত কাজ শোভনদেব চট্টোপাধ্যায় পুরণ করবেন৷ এমনটাই আশাবাদী প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা।

সম্পর্কিত পোস্ট