সন্ত্রাসের কারণেই বহু কর্মী নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, দাবী বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এ রাজ্যে নির্বিচারে সন্ত্রাস চলেছে। যার ফলে ভোটের আগে ও পর বহু কর্মীর মৃত্যু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে, তাতেই কর্মীরা বলেছিলেন এই পরিবেশে নির্বাচন করানো সম্ভব নয়। উপনির্বাচনে চারটি আসনে পরাজিত হয়ে সাফাই বিজেপির।

এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, এখানে ভোট হয় না তা বোঝা গিয়েছে। গোসাবায় প্রার্থীকে কেউ চেনে না। তিনি শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় ভোটারের থেকেও বেশী ভোট পেয়েছেন। তাহলেই বোঝা যাচ্ছে কেমন ভোট হয়েছে। আসলে বাংলায় এরকমই ভোট হয়। আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা চিনের মতো হবে। বাংলায় আর কেউ জিততে পারবে না।

বাংলায় গণতন্ত্র নেই। ফের অভিযোগ তুললেন বিজেপি নেতারা। দিলীপ ঘোষের কথায়, গোসাবা ও দিনহাটা কেন্দ্রে ভোট করাতে দেওয়া হয়নি। পৃথিবীর যে কোনও বুথে ১০০ শতাংশ ভোট পাবে। এমনই পরিস্থিতি।

এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রেখে লড়েছি। আপনারা ফল দেখেছেন তৃণমূল কংগ্রেসের বিপুল জয়৷ যে কোনও উপনির্বাচনের ফলাফলকে টপকে গিয়ে রেকর্ড গড়েছে তৃণমূল।

সম্পর্কিত পোস্ট