পথ দুর্ঘটনা কমাতে গাড়ির ফিটনেস আধুনিকীরণের লক্ষ্যে জেলায় জেলায় তৈরি স্বয়ংক্রিয় ব্যবস্থা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে গাড়ির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাকে আধুনিক করে তোলার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে। গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য জেলায় জেলায় প্রযুক্তি নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হবে।
গাড়িতে যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না ওই ‘অটোমেটেড ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার’ এ যান্ত্রিক ভাবে তা পরীক্ষা করে দেখার পরেই ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে।
ইউক্রেন সঙ্কট নিয়ে প্রাক্তন সোভিয়েত সদস্যদের মধ্যে আড়াআড়ি বিভাজন
সম্প্রতি রাজ্য প্রশাসনের তরফে অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরির জন্য জেলাশাসকদের জমি চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি আছে কি না তা মোটর ভেহিকল ইন্সপেক্টররা (টেকনিক্যাল) পরীক্ষা করে দেখেন। তাঁরাই গাড়ি নিরাপদ হিসাবে চিহ্নিত করে ফিটনেস সার্টিফিকেট দেন।
এই ধরনের ‘ম্যানুয়াল’ পরীক্ষায় বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা নাও পরতে পারে। কিন্তু নতুন ধরনের ‘অটোমেটেড ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার’ তৈরি হলে, গাড়ির যাবতীয় ত্রুটি সহজে ধরা পড়বে বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালের মধ্যে প্রতিটি জেলায় একটি করে এধরণের গাড়ি পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।