Municipal Election : রত্নার পর শোভনের শ্বশুরের নামও তৃণমূলের প্রার্থী তালিকায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ার পর তাঁর পরিজনদের যেন দু’হাত ভরে ভরে দিচ্ছে তৃণমূল। শোভনের ছেড়ে যাওয়া আসনে দাঁড়িয়ে গত বিধানসভা ভোটে প্রথমবারের জন্য বিধায়ক হয়েছেন রত্না চট্টোপাধ্যায়। তারপর পুরভোটেও তাঁকে প্রার্থী করে দল। এবার রত্নার বাবাকে পুরভোটে প্রার্থী করার জন্য নিজেদেরই তৈরীর নিয়ম ভেঙে ফেলল তৃণমূল!
কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর দুলাল দাস অনেকদিন ধরেই মহেশতলা পুরসভার পুরপ্রধান। স্ত্রী কস্তুরী দাস মারা যাওয়ার পর তিনি মহেশতলার বিধায়কও হন। গত বিধানসভা নির্বাচনে বিধায়ক পদে পুনর্নির্বাচিত হন।
সেই তাঁকেই নিজেদেরই তৈরি নিয়ম ভেঙে পুর নির্বাচনে মহেশতলার ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী করেছে তৃণমূল। অথচ শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করার সময় পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়েছিলেন দলের কোনো বিধায়ককে এবার আর প্রার্থী করা হবে না।
Lata Mangeshkar passed away : প্রয়াত লতা মঙ্গেশকর
তৃণমূলের ঘোষিত প্রার্থী তালিকায় নাম ছিল চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইনের। তাঁকে বৈদ্যবাটি পুরসভার পুরনো ওয়ার্ডে প্রার্থী করা হয়। কিন্তু দলের নিয়ম ভাঙার এই বিষয়টি নজরে আসতেই শনিবার সকালে ফোন করে ওই বিধায়ককে ভোটযুদ্ধ থেকে সরে যাওয়ার নির্দেশ দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
কিন্তু আশ্চর্যজনকভাবে দুলাল দাসের ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি। বরং তাঁর পুরনো ১৪ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় এবার তাঁকে পাশের ১৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে।স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে দলের বাকি বিধায়কদের পুরভোটে প্রার্থী না করা হলেও কেন দুলাল দাসের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটাল তৃণমূল?