Darjeeling Municipal Election : শিলিগুড়িতে জয়ের পর তৃণমূলের লক্ষ্য দার্জিলিং পৌরসভা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শিলিগুড়ির পুরনিগমে তৃণমূলের জয়ের ধারা দার্জিলিং পুরসভাতেও অব্যহত রাখতে গৌতম দেবের ওপর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ ফেব্রুয়ারিতে দার্জিলিং পুরসভা নির্বাচন ( Darjeeling Municipal Election )। দার্জিলিংএর দায়িত্ব পেয়ে একেবারে শিলিগুড়ির আদলে সমর্থন আদায়ে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের সাথে বৈঠক করার পরিকল্পনা নেন গৌতম দেব।
সেইমতো বৃহস্পতিবার দার্জিলিং ( Darjeeling Municipal Election ) এর ডেভেলপমেন্ট ও কালচারাল বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে বৈঠক করেন গৌতম দেব। বৈঠকে বোর্ডের ১৬ জনের মধ্যে ১২ জন এদিন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গৌতম দেব জানান সকলের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছ। তারা তৃণমূলকে সমর্থন করতে রাজী আছেন। বাকি যারা আসেননি তাদের সাথে ফোনে কথা বলে নেবেন।
Darjeeling Municipal Election
উল্লেখ্য চলতি মাসের ২৭ তারিখ অন্যান্য পুরসভার সাথে দার্জিলিং পুরসভারও নির্বাচন ( Darjeeling Municipal Election )। ফলে পাহাড়ের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী প্রচারে জোড় কদমে চালিয়ে যাচ্ছে।
দার্জিলিং পুরসভার ( Darjeeling Municipal Election ) ৩২টা আসনের জন্য তৃণমূল কংগ্রেস ১০জন প্রার্থী দিয়েছে, বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ২২টা, অনিত থাপার ভারতীয় প্রজাতান্ত্রীক মোর্চা ৩২টা, অজয় অ্যাডওয়াড হামরো পার্টি ৩২টা, জিএনএলএফ ২২টা ও বিজেপি ১০টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
বৈঠক শেষে গৌতম দেব জানান, তৃণমূল জয়লাভ করলে শিলিগুড়ি পুরসভাকে পুরনিগম করা হবে সহ পাহাড়ের বিকাশের একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। পাশাপাশি শিলিগুড়িতে তৃণমূলের অভুতপুর্ব জয়ের কথাও সকলকে শোনান। সেই সঙ্গে জিটিএ নির্বাচন নিয়ে তিনি জানান, দিদি চান সমস্ত স্তরেই নির্বাচন হোক। তবে কবে জিটিএ নির্বাচন হবে তা দল সিদ্ধান্ত নেবে।