Ashok Bhattacharya Siliguri : অশোক ভট্টাচার্যের পরাজয়ে বদলে গেল বঙ্গ সিপিএমের সমীকরণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সময়টা ২০১৫ সাল। তৃণমূল শীর্ষ নেতৃত্ব ধরেই নিয়েছিল এবার তারা শিলিগুড়ি পুরবোর্ড দখল করতে চলেছে। এমনিতেও ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের হওয়ায় শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের ( Ashok Bhattacharya Siliguri )দুর্ভেদ্য দুর্গ ভেঙে পড়েছিল জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু ২০১৫ এর পুরসভা ভোটে শিলিগুড়িতে সবচেয়ে বেশি আসন পায় বামেরা।

এরপরই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে শিলিগুড়ির দখল ধরে রাখেন অশোক ভট্টাচার্যরা ( Ashok Bhattacharya Siliguri )। যা রাজ্য রাজনীতিতে শিলিগুড়ি মডেল নামে বিখ্যাত হয়েছিল। অশোক ভট্টাচার্যের ( Ashok Bhattacharya Siliguri ) এই শিলিগুড়ি মডেলকে সামনে রেখেই ২০১৬ এর বিধানসভা নির্বাচনে রাজ্যব্যাপী জোট বাঁধার পথে হাঁটে বামফ্রন্ট ও কংগ্রেস।

শোনা যায় ২০১৫ ওর পুরভোটের আগেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় গিয়ে তৃণমূল বিরোধী যে কোন‌ও শক্তিকে ভোট দেওয়ার ডাক দিয়েছিলেন অশোক ভট্টাচার্যরা। সেই সময়ে তাঁরা নাকি বলেছিলেন আপনারা বামেদের পাশ থাকুন।

অবশ্যই ভোট দিন। কারণ তৃণমূল ক্ষমতায় এলে কোন কাজ করবে না। যদি মনে হয় যে বাম প্রার্থী তৃণমূলকে হারাতে পারবে না তবে কংগ্রেসের যে আছে তাকে ভোট দিন।

২০১৫ এর পুরভোটে শিলিগুড়িতে পৃথকভাবে লড়েছিল বামফ্রন্ট ও কংগ্রেসের কিন্তু জোট বাঁধার কাজ বেশ আগেই শুরু করে ফেলেছিলেন অশোক ভট্টাচার্য। সেই সূত্র ধরেই তৃণমূলের পুরবোর্ড দখলের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন।

Ashok Bhattacharya Siliguri

কিন্তু এবারের পুরভোটে সেই শিলিগুড়ি মডেল যে শুধু ভেঙে চুরমার হয়ে গিয়েছে তাই নয়, বরং এই শিলিগুড়ি মডেলের মূল কান্ডারী অশোক ভট্টাচার্য নিজে পরাজিত হয়েছেন। আর তাতেই বদলে গিয়েছে বঙ্গ সিপিএমের গোটা সমীকরণ।

শিলিগুড়ি মডেল সফল হওয়ার পরই অশোক ভট্টাচার্য বাংলার সর্বত্র কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী লড়াইয়ে নামার ডাক দেন। তার এই আহবানে বঙ্গ সিপিএমের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রভাবিত হয়। ধীরে ধীরে একসময়ের প্রবল প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২১ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেছিল বামেরা। যদিও গতবছর অশোক ভট্টাচার্যের ( Ashok Bhattacharya Siliguri ) শিলিগুড়ি মডেল ক্লিক করেনি। কিন্তু পুরভোটে তাঁর সেই শিলিগুড়ি মডেল নিয়ে শেষ আশাটুকুও ধুলিস্মাৎ হয়ে গেল।

Assansol Municipal Election : আসানসোল নিয়ে নিশ্চিত হ‌ওয়া যাবে লোকসভা উপনির্বাচনের পর

এর ফলে বঙ্গ সিপিএমের জোটপন্থী নেতারা বেশ কিছুটা চাপে পড়ে যাবে। অশোক ভট্টাচার্য এমনিতেই বয়সজনিত কারণে জেলা কমিটি থেকে বাদ পড়েছেন কিন্তু শিলিগুড়িতে তিনি সফল হলে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে হয়তো তাঁকে বিশেষ ছাড়ের বন্দোবস্ত করে রেখে দেওয়া হতো।

তাতে জোট মন্ত্রীদের পাল্লাই ভারি থাকতো কিন্তু কলকাতা পুরসভার পড় এই বাকি চার পুরনিগমের ভোটেও দেখা গেল একা লড়াই করে উপকার‌ই হয়েছে বামেদের। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বঙ্গ সিপিএমে জোট বিরোধীরা যথেষ্ট সক্রিয়। এই পরিস্থিতিতে অশোক ভট্টাচার্যের পরাজয়ের ফলে জোটের পক্ষের শিবির আর বিশেষ কথা বলার যায়গা পাবে না।

সম্পর্কিত পোস্ট