ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদীদের রাশিয়া স্বীকৃতি দিতেই টালমাটাল বিশ্ববাজার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডোনেৎস্ক ও লুগানস্কে, রাশিয়া সীমান্তবর্তী ইউক্রেনের এই দুই রুশ অধ্যুষিত এলাকার স্বাধীনতার দাবিকে সোমবার স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ঘোষণা করেছে ওই দুই এলাকা বর্তমানে স্বাধীন রাষ্ট্র। আর তার জেরেই টালমাটাল অবস্থা বিশ্ববাজারে।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই দুই স্বাধীনতাকামী এলাকাকে স্বীকৃতি দিতেই সেখানে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। সোমবার রাতেই জো বাইডেন ইউক্রেনের ওই দুই অঞ্চলের উপর অতিরিক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। মার্কিন রাষ্ট্রপতি জানান ওই দুই এলাকায় যে বিনিয়োগকারীরা অর্থলগ্নি করবে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে আমেরিকা।

তবে এক্ষুনি সরাসরি রাশিয়ার ওপর অর্থনৈতিক অবরোধের মাত্রা বাড়াচ্ছেন না বাইডেন। তিনি জানিয়েছেন গোটা পরিস্থিতির ওপর কঠোর নজর রাখা হচ্ছে, প্রয়োজন বুঝলে তবেই সরাসরি রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

Putin Recognised Donetsk & Luhansk :পুতিনের কৌশলী চালে ভেঙে গেল ইউক্রেন!

এদিকে ইউক্রেন সঙ্কট আরও ঘনীভূত হয়ে উঠতেই মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি প্রান্তে শেয়ার সূচক ব্যাপকভাবে পড়ে যায়। আমেরিকার পাশাপাশি এশিয়ার বাজারগুলিতে সূচকের পতনের হার ছিল সবচেয়ে বেশি। এই ধাক্কা থেকে রেহাই পায়নি ভারত‌ও। মঙ্গলবার সকালে বাজার খুলতেই সেন্সেক্স পড়ে যায় ১০০৪ পয়েন্ট। অপরদিকে নিফটি কমে ২৮৫ পয়েন্ট। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে তথ্যপ্রযুক্তি ও আর্থিক সংস্থাগুলির শেয়ার দর।

বাজার বিশেষজ্ঞদের মতে দ্রুত যদি পরিস্থিতি স্থিতিশীল না হয় তবে বড়সড় ধাক্কা লাগবে বিশ্ব অর্থনীতিতে। কারণ একবার যুদ্ধ বেধে গেলে জ্বালানির দাম ব্যাপকহারে বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে আমেরিকা বিধিনিষেধের মাত্রা যত বাড়াবে ততই অস্থিতিশীল হয়ে উঠবে বিশ্ববাজার।

সম্পর্কিত পোস্ট