বগটুইতে মমতাঃ আনারুলকে গ্রেফতারের নির্দেশ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার সকালে রামপুরহাটের বগটুই পৌছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দেন তদন্তকারী অফিসারদের।

একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আনারুল হোসেনকে গ্রেফতারের কথা বলেন। মুখ্যমন্ত্রীর কোটা থেকে মৃতদের পরিজনদের চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ১০ জনের পরিবারকে চাকরি দেওয়া হবে। ক্ষতিগ্রস্থদের বাড়ি তৈরীতে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।  অতিরিক্ত ৫লক্ষ টাকা তুলে দিলেন ৪ টি পরিবারের হাতে। বাকি ৪ টি পরিবারের হাতেও তিনি নিজে অর্থ তুলে দেবেন বলে জানান।

Rampurhat Incident : এটা হাথরাস নয়, বিজেপি ল্যাংচা খেতে যাক, আমি কাল যাবঃ মুখ্যমন্ত্রী

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শুধু মাত্র কয়েক জনের জন্য এই ধরনের অশান্তির ঘটনা ঘটছে। পুলিশকে আরো সতর্ক হতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীএদিন দাবি করেছেন, এই হত্যার পিছনে বড় কোনো ঘটনা রয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রামপুরহাটের বগটুইকাণ্ডে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেল পুলিশ। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ৮ জনকে। আগুন লাগানোর আগে আঘাতও করা হয়েছিল। ফরেন্সিক বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন পুলিশকে।খবর হাসপাতাল সূত্রে।

সম্পর্কিত পোস্ট