শ্রীলঙ্কা দেউলিয়া হতেই চাপ বাড়ছে ভারতের উপর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিশ্ব অর্থনীতিতে ফের দোলাচল। আর তাতেই দেউলিয়া হওয়ার পথে একের পর এক দেশ। এতে বড় সমস্যায় পড়তে চলেছে ভারত। বিপুল সংখ্যক শরণার্থীদের আগামী দিনে আশ্রয় দিতে হতে পারে।

এদিকে ভারতের অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। এর জেরে গোটা ভারতীয় উপমহাদেশে মানবিক সঙ্কট দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

এমনিতেই করোনার ধাক্কায় বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতি বিপর্যস্ত। তবে যে দেশগুলির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর তাদের হাল সবচেয়ে খারাপ। ভারতীয় উপমহাদেশের শ্রীলঙ্কা এই তালিকাতেই পড়ে। মশলা, রবার সহ অল্পকিছু কাঁচামালের প্রধান রপ্তানিকারক দেশ শ্রীলঙ্কা।

সেই সঙ্গে এদের অর্থনীতি বহুলাংশে পর্যটনের উপর নির্ভর। কোভিডের জেরে গত দু’বছরে প্রায় কোন‌ও পর্যটক আসেনি দক্ষিণের এই দেশটিতে। এদিকে মশলা, রবারের রপ্তানিও একেবারে তলানিতে গিয়ে ঠেকে। যদিও সুস্থভাবে বাঁচার জন্য আমদানি আগের মতোই ছিল। ফলে বাণিজ্য ঘাটতি বেড়েছে হু হু করে। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সঙ্কটের পুরোটাই বিশ্ব বাণিজ্যের সূত্র ধরে ঘটেছে।

ইমরান খান আদৌ রেকর্ড ভাঙতে পারবেন? ‘ক্যাপ্টেনকে’ ঘিরে জোর সংশয় পাকিস্তানে

দেশটির অভ্যন্তরে অর্থনৈতিক লেনদেনের বিশেষ সমস্যা ছিল না। কিন্তু রফতানি ব্যাপকভাবে ধাক্কা খাওয়ায় এবং সঙ্গত কারণেই সেই সময় আমদানি বেশি থাকায় বৈদেশিক মুদ্রার সঞ্চয় একেবারে তলানিতে গিয়ে ঠেকে। এই পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিলে যেটুকু বৈদেশিক মুদ্রার সঞ্চয় ছিল সেটাও শেষ হয়ে যায়।

বর্তমানে এমনই অবস্থা হয়েছে যে শ্রীলঙ্কা নিজেদের অতি প্রয়োজনীয় সামগ্রীও আমদানি করতে পারছে না বৈদেশিক মুদ্রার অভাবে। এর জেরে ভয়াবহ মুদ্রাস্ফীতির সম্মুখীন দেশটি। হাফ লিটারেরও কম দুধের দাম গিয়ে দাঁড়িয়েছে ৭৪৯ টাকায়! ১ কেজি সাধারণ চালের দাম ৫০০ টাকা! বলতে গেলে সিংহলবাসী ইতিমধ্যেই অর্ধাহারে ভুগতে শুরু করেছে।

আমদানি বন্ধ হয়ে যাওয়ায় কাগজ এসে পৌঁছয়নি বিদেশ থেকে। সেই কারণে বন্ধ হয়ে গিয়েছে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার উত্তরাংশের তামিলরা জীবনের ঝুঁকি নিয়েই সমুদ্র পথ পেরিয়ে ভারতে ঢুকতে শুরু করেছে।

গত দু’দিনে ২০ জনেরও বেশি শ্রীলঙ্কান তামিল তামিলনাড়ুতে এসে পৌঁছেছে। ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে ২,০০০ তামিল যেকোনও মুহূর্তে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে! প্রতিবেশী দেশটির অর্থনৈতিক দুরবস্থা যদি এভাবেই চলতে থাকে তবে আগামী দিনে সেদেশের সংখ্যালঘু তামিলদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে বলে আশঙ্কা।

সম্পর্কিত পোস্ট