বেআইনি অস্ত্র কারখানার হদিস এবার সালানপুরে, গ্রেফতার ৩
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কুলটি আসানসোলের (Assansole) পর এবার সালানপুর (Salanpur)। বেআইনি অস্ত্র (Illegal weapons) কারখানার হদিস মিলছে সালানপুর থানার রুপনারায়নপুর অন্তর্গত চিতালডাঙা উপর পাড়া অঞ্চলে। জানা গেছে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বেশ কয়েকজন অন্য রাজ্যের লোক উঠেছিল এবং সেখানেই নাকি বেআইনি অস্ত্র তৈরি হত।
আজ গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেই বাড়িটি থেকে প্রচুর পরিমাণে বন্দুক বানানোর অস্ত্র, লেদ মেশিন অন্যান্য যন্ত্রাংশ আটক করেছে। একটি মোটরসাইকেলও আটক করা হয়েছে ওই বাড়িটি থেকে। স্থানীয় সুত্রে খবর ওই বাড়ির মালিক চিত্তরঞ্জনের লোক। ভাড়া নিয়েছিল কয়েকজন।কিন্তু বাড়িটি মাঝেমধ্যেই বন্ধ পাওয়া যেত। গত কয়েকদিন ধরে বাড়িটি খোলা হয়েছিল।
শ্রীলঙ্কা দেউলিয়া হতেই চাপ বাড়ছে ভারতের উপর
বেশকিছু স্থানীয় বাসিন্দা জানায় এলাকায় খবর ছিল ওই বাড়িতে নাটবল্টু তৈরি হত। কিন্তু আজ পুলিশের ছয়লাপ হতেই এলাকাবাসীরা তাজ্জব। তারা জানতে পারে ওই বাড়িতে বেআইনি অস্ত্র বানানো হচ্ছিল। পুলিশ ওই বাড়ি থেকে কয়েকজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পুলিশ। ভোটের আগেই অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া এলাকায় চাঞ্চল্য। পাশাপাশি এলাকাবাসীরা আতঙ্কে রয়েছে গ্রামাঞ্চলে এরকম একটি কারখানার হদিশ মেলায়।
আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পশ্চিম) অভিষেক মোদি জানিয়েছেন, এই ঘটনায় তিনজনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রাজকুমার চৌধুরী, প্রবীন কুমার, মহম্মদ ইকবাল। ধৃতরা বিহারের মুঙ্গের জেলার কোতয়ালি থানার পূরবসরাই এলাকার বাসিন্দা। পুলিশ প্রাথমিক ভাবে জেনেছে রাজকুমার চৌধুরী চিত্তরঞ্জনের দিনেশ চৌধুরীর কাছ ঘর ভাড়া নিয়েছিল। এই রাজকুমারই মূলত কাঁচামাল নিয়ে এসে এখানে বেআইনি অস্ত্র বানাত। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সন্ধান পেতে চাইছে।