Next Pak PM : ঘোষণা হয়ে গেল পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃএখনও পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। কিন্তু তারই মধ্যে প্রতিবেশী দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেল! আর তাতে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যে আরও কিছুটা ঘোলাটে হয়ে উঠল তা আর বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টির দ্বি-দলীয় আধিপত্য ভেঙে ২০১৮ সালে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির ইমরান খান প্রধানমন্ত্রী হন। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সঙ্কটের মুখে তাঁর সরকার। একের পর এক শরিক দল পাশ থেকে সরে যাচ্ছে। তবুও প্রকাশ্যে অকুতোভয় মনোভাব তুলে ধরার চেষ্টা করেছিলেন ইমরান।
কিন্তু বুধবার সকালে সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট বিরোধী শিবিরে যোগ দেওয়ার কথা ঘোষণা করতেই ইমরান সরকারের পতন কার্যত নিশ্চিত হয়ে যায়। বৃহস্পতিবার পাকিস্তান সংসদের নিম্ন কক্ষে আস্থা ভোট হওয়ার কথা। কিন্তু তার আগে বাস্তব পরিস্থিতি বলছে ক্রিকেট দলের ক্যাপ্টেন থেকে দেশের ক্যাপ্টেন হওয়া ইমরানের সাথে যথেষ্ট সাংসদ নেই।
ইমরানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যেতেই বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ বিলাবল ভুট্টো জারদারি (Bilawal Bhutta Jardari) এদিন পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জানান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন শাহবাজ শরিফ (Shahbaj Sharif)। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ সেদেশের পাঞ্জাব প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমানে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর প্রধান।
ইমরান সরকারের আমলে পাকিস্তানের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে। পাশাপাশি দেশের বেকারত্ব সীমাহীন। গত দু’বছর কোভিডের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা প্রকট হয়েছে, যার জেরে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের।
এদিকে ইমরান খানের ব্যর্থ বিদেশনীতির জেরে একের পর এক বন্ধু রাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে উদ্ধার করতে কট্টরপন্থী পিএমএল (এন) এর সঙ্গে হাত মেলাল সে দেশের মধ্য বামপন্থী দল পিপিপি। সত্যিই যদি শাহবাজ শরিফ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হন তবে সেই সরকারের মূল কারিগর বলে পরিচিত হবেন ৩৪ বছরের বিলাবল ভুট্টো জারদারি।