Ram Navami : রামনবমীর মিছিলে অনুমতি পুলিশের, জেলায় জেলায় বাড়তি সতর্কতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুলিশের অনুমতি সাপেক্ষে এবার রাজ্যে রামনবমী ( Ram Navami ) পালনের মিছিল ও শোভাযাত্রার আয়োজন করা যাবে। গত কয়েক বছর রাজ্য সরকার রামনবমীর মিছিলের অনুমোদন না দেওয়ায় প্রশাসনের সঙ্গে উদ্যোক্তাদের টানাপোড়েনের জেরে বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়।

Ram Navami

পূজা ও শোভাযাত্রার অনুমতি চেয়ে আদালতে মামলা হয়। এবার ওই ধরণের ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে রামনবমী ( Ram Navami ) পালনকে কেন্দ্র করে কোথাও যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা দেখতেও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Mamata Banerjee on Medicine : ওষুধের গুণমান পরীক্ষার জন্য Drug Laboratory

নবান্ন (Nabanna) সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে এবার যারা রামনবমী পালন করতে চাইবে তাদের সবাইকে অনুমতি দেওয়া হবে। তবে কোথাও উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখতে হবে পুলিশকে। সেজন্য জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে।

এব্যাপারে বিশ্ব হিন্দু পরিষদের (Biswa Hindu Parisad) মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় বলেন, ‘রামনবমী হিন্দুদের (Hindu) একটা উৎসব। এই উৎসব উজ্জাপনের জন্য পুলিশের অনুমতির দরকার নেই। তবে প্রতিবারের মতো এবারও আমরা পুলিশকে তথ্য দিয়ে রামনবমী পালন করব’। আগামী ১০ এপ্রিল পালিত হবে রামনবমী।

সম্পর্কিত পোস্ট