Amit Shah : শাহী সফরে তৎপর রাজ্য নেতৃত্ব, ভোকাল টনিকে আদৌ ফিরবে তো কর্মীদের মনোবল?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election 2021) পর থেকেই বঙ্গ বিজেপিতে (BJP) মুযল পর্ব শুরু হয়েছে। তারপর থেকে এরাজ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে সেভাবে আর দেখা যায়নি। দীর্ঘদিন ঘরছাড়া হয়ে রয়েছেন বহু কর্মী-সমর্থক। এই অভিযোগ তুলে দল ছেড়েছেন অনেকেই। আর সেইসঙ্গে যারা তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বিজেপিতে যোগদান করেছিলেন ভোটের ফল প্রকাশের পরেই তারা ফিরে গিয়েছেন পুরনো ঘরে।
Amit Shah – শাহের সফর সূচিঃ
দ্বিধাবিভক্ত বিজেপি শিবিরে নতুন করে অক্সিজেন যোগাতে বৃহস্পতিবার এ রাজ্যে পা রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah )। একাধিক বৈঠক রয়েছে তাঁর। ৫ মে দিল্লি থেকে কলকাতায় (Kolkata ) পৌঁছাবেন তিনি।সেখান থেকে বিএসএফের বিশেষ হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার (North 24 pgs) হিঙ্গলগঞ্জে। সেখানে বিএসএফের ৮৫ নম্বর ব্যাটালিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করার পাশাপাশি সুরক্ষা বিষয় নিয়েও বিএসএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা হতে পারে তাঁর। এ দিন রাতেই সরাসরি উত্তরবঙ্গ উড়ে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ড এর মাঠে একটি জনসভায় অংশ নেওয়ার কথা তাঁর। সেই জনসভার শেষে যাবেন দার্জিলিংয়ে। সেখানেই রাত্রি যাপন করবেন তিনি।
Lakshmi Bhandar : রাজ্য সরকারের বর্ষপূর্তিতে ২০ লক্ষ মহিলার হাতে লক্ষ্মীর ভান্ডার
৬ মে কোচবিহারের (Coochbehar) তিনবিঘা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।দুপুরে ওই কর্মসূচি সেরে ফিরবেন কলকাতায়। বিকেলের ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial Hall kolkata) একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। রাতে বিজেপির উত্তর কলকাতার কার্যালয়ে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করে দিল্লি ফিরে যাবেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ( Amit Shah ) এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে। পুরসভা নির্বাচনে বিজেপি সেভাবে লড়াইয়ের ময়দানে কোন জায়গা করতে না পারলেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে সংগঠনকে পুনরায় মজবুত করার কাজ শুরু করে দেওয়া হয়েছে।
তবে এখনো অনেক জায়গাতেই মনোবল ফেরেনি কর্মীদের মধ্যে। সেই সমস্ত কারণকে সামনে রেখেই ভোকাল টনিক দিতে বাংলায় আসছেন অমিত শাহ এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শাহী সফরের পর বাংলায় বিজেপির অবস্থার কোন উন্নতি হয় কিনা সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।