মধ্যপ্রদেশে সরকার ভাঙতে পারবে না বিজেপি, কনফিডেন্ট সিন্ধিয়া
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মধ্যপ্রদেশে সরকার ভাঙতে চায় বিজেপি । হরিয়ানার এক পাঁচতারা হোটেলে কংগ্রেস বিধায়কদের বন্দির পরিপ্রেক্ষিতে এমনটাই অভিযোগ তুলেছিল কংগ্রেস। কিন্তু চেষ্টা করলেও বিজেপি মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার ভাঙতে পারবে না। সাফ জানিয়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী তরুণ ভানোট জানিয়েছিলেন রাজ্যের ৮ বিধায়ককে গুরুগ্রামের একটি বিলাসবহুল হোটেলে আটকে রেখেছে বিজেপি। যার মধ্যে রয়েছেন চারজন কংগ্রেস বিধায়ক, দুজন বিএসপি, একজন এসপি এবং একজন নির্দল। কংগ্রেসের চার বিধায়কের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র, ভুপেন্দ্র সিং এবং রামপাল সিং। একপ্রকার ষড়যন্ত্র করেই তাঁদের আটকে রাখা হয়েছে বলে দাবি করেন জিতু পটওয়ারি।
আরও পড়ুনঃ দিল্লি হিংসা : মোদি-কেজরি বৈঠকে ত্রাণ নিয়ে কথা, ব্রাত্য ঘৃণ্য বক্তব্য
অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ১০০ শতাংশ চেষ্টা করেও মধ্যপ্রদেশের সরকার ভাঙতে পারবে না বিজেপি। আমাদের মধ্যে একতা রয়েছে। আমরা সরকার ধরে রাখতে পারব। এটুকু বিশ্বাস আমাদের রয়েছে। পাশপাশি তিনি আরও বলেন, এটা বিজেপির একপ্রকার ষড়যন্ত্র।
মঙ্গলবার রাত ২ টো নাগাদ জয়বর্ধন সিং জানিয়েছিলেন বন্দি ৬ জন বিধায়কের সঙ্গে তাঁর কথা হয়েছিল। বাকিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঘটনাটি জানার পরেই ওই হোটেলে উপস্থিত হন জয়বর্ধন এবং জিতু পটওয়ারি।
আরও পড়ুনঃ একইদিনে দু’বার লোকসভায় স্থগিতাদেশ, দিল্লির ঘটনায় তোলপাড় সংসদ
এই মুহূর্তে মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে ১১৪ টি আসন রয়েছে কংগ্রেসের দখলে। ১০৭ টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। সরকার গঠন করার জন্য প্রয়োজন ছিল ১১৬ টি আসনের। গতবার বিধানসভা নির্বাচনে বিএসপির ২ টি, এসপির ১টি সঙ্গে সমঝোতায় মধ্যপ্রদেশের সরকার গঠন করে কংগ্রেস।
যদিও গতকালের ঘটনায় সরকার গঠন নিয়ে কংগ্রেসের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে তা একেবারে পরিষ্কার।