বিধানসভার ভোটাভুটির হিসাবে গড়মিল, ভুল স্বীকার অধ্যক্ষের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বিধানসভায় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিলের ওপর ভোটাভুটিতে ভুল হয়েছিল বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ অধিবেশনের শুরুতেই তিনি এজন্য দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।ভবিষ্যতে যাতে এধরণের ভুলের পুনরাবৃত্তি না হয় তা দেখা হবে।
উল্লেখ্য সোমবার বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাশ করানোর জন্য বিজেপির দাবিতে বিধানসভায় ভোটাভুটি হয়। সেখানে বিরোধীদের পক্ষ থেকে ৪০টি ও সরকার পক্ষের সদস্যদের তরফে ১৮২টি ভোট পড়ে।। কিন্তু বিজেপির তরফে এই সংখ্যা নিয়ে আপত্তি তোলা হয়। হিসাবে গরমিলের অভিযোগ তোলে তারা। সে সময়ই অধ্যক্ষ জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরই অধিবেশন চলাকালীন ভুল স্বীকার করে নেন। আদতে ওই বিলের পক্ষে ও বিপক্ষে যথাক্রমে,১৬৭ ও ৫৫ টি ভোট পড়েছে।
করোনা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বেড়েছে স্কুল ছুটের সংখ্যা, রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
এই ভোটে প্রত্যেক সাংসদ ও বিধায়কের ভোট মূল্য ৭০০। আর সেই জায়গায় যদি বিজেপির ২৩জন বিধায়কের ভোট বিজেপি বিরোধী শিবিরের প্রার্থী পেয়ে যান তাহলে মোদির প্রার্থী কিন্তু ১৬১০০ ভোটে পিছিয়ে যাবেন। কার্যত এই হিসাব বিজেপিও পেয়েছে। আর তাতেই কার্যত রাতের ঘুম ছুটেছে গেরুয়া শিবিরের।