রাতেই গ্রেফতার হতে পারেন পার্থ চট্টোপাধ্যায়!
দ্য কোয়ারি ডেস্ক: বড় ঘটনা রাজ্য রাজনীতিতে। সম্ভবত আজ রাতেই গ্রেফতার হতে চলেছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে ইডির এক বড় কর্তার কনভয় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা দিয়েছে।
সূত্রের খবর পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধারের পরই রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের উপর চাপ আরও বাড়ায় ইডি। এই সময়েই তারা গোটা ঘটনার সঙ্গে পার্থবাবুর যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ হাতে পায়। এরপরই সম্ভবত তৃণমূলের মহাসচিবকে গ্রেফতারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় এজেন্সিটি।
এর আগে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি বাতিল হলে বা তাঁকে দফায় দফায় নিজাম প্যালেসে ডেকে সিবিআই জেরা করলেও গ্রেফতার করেনি। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর কোনও মন্ত্রী বিরুদ্ধে সেটাই হবে সবচেয়ে বড় পদক্ষেপ।
এর আগে প্রথম তৃণমূল কংগ্রেস সরকারের সময় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন পরিবহন মন্ত্রী মদন মিত্র।
সূত্রের খবর ইডি গ্রেফতার করলে দ্রুত পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দলীয় পথ থেকেও সরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।