রাজুর টাকার উৎস খুঁজতে তৃণমূল বিধায়ক, পুরপ্রধানের বাড়ি সিবিআই হানা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সানমার্গের চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানি। এই তৃণমূল নেতাকে গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করে সিবিআই। এই টাকার উৎস সন্ধানে এবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দিন সিবিআই। একইসঙ্গে সুবোধের ভাই তথা কাঁচড়াপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও হাজির হয়েছে সিবিআইয়ের টিম।
রবিবার সকালে হঠাৎই হালিশহর স্টেশন রোগের মঙ্গলদ্বীপ ভবনে হাজির হন সিবিআই আধিকারিকরা। এটাই বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি। স্থানীয়দের অনেকের দাবি, গ্রেফতার হওয়া পুরপ্রধানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিধায়কের। সিবিআই সূত্রে দাবি, রাজু সাহানির থেকে উদ্ধার হওয়া টাকার উৎস আরও গভীরে থাকতে পারে। তারই সন্ধানে আজকের তল্লাশি অভিযান।
বর্ধমান ‘লাইনে’ ভবিষ্যৎ দেখছে সিপিএম
বিধায়কের বাড়ির পাশাপাশি তাঁর ভাই তথা কাঁচড়াপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতেও গিয়েছে সিবিআইয়ের একটি টিম। দু’জায়গাতেই একযোগে তল্লাশি চলছে।
উল্লেখ্য, শুক্রবার নিউটাউনের বাড়ি থেকে সিবিআই চিটফান্ড মামলায় গ্রেফতার করেছিল হালিশহরের পুরপ্রধান রাজু সাহানিকে। তাঁর সঙ্গে থাকা গলদ ৮০ লক্ষ টাকা ও একটি বন্দুকও বাজেয়াপ্ত করে সিবিআই। তাঁর বিরুদ্ধে বর্ধমান সানমার্গ চিটফান্ড কেলেঙ্কারিতে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ আছে।
নিউটাউনের রাজুর রিসর্টও আছে। সিবিআইয়ের দাবি, তল্লাশির সময় তারা রাজুর বাড়ি থেকে বহু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছে। শনিবার এই তৃণমূল নেতাকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।