Bagtui Massacre : দু’মাস আগেই এসপির কাছে নিরাপত্তা চেয়েছিলেন ভাদু, তাজ্জব CBI

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বগটুই ( Bagtui Massacre )হত্যাকাণ্ডে সিবিআই (CBI Investigation) তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। জানা গেল মৃত্যুর আগে পুলিশি নিরাপত্তা চেয়ে খোদ পুলিশ সুপারকে(SP) চিঠি লিখেছিলেন খুন হওয়া ভাদু শেখ (Bhadu Sekh)।

সিবিআইয়ের কাছে নাকি ওই চিঠির সত্যতার কথা স্বীকার করেছেন পুলিশ সুপার। যদিও ভাদুর আবেদন সত্ত্বেও তাঁকে নিরাপত্তা যে দেওয়া হয়নি সেটা দিনের আলোর মতো পরিষ্কার।সিবিআইয়ের গোয়েন্দারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে জানুয়ারি মাসেই বীরভূমের পুলিশ সুপারকে চিঠি লেখেন ভাদু।

Tripura TMC : BJP তে ভিড়লেন ত্রিপুরার একমত্র TMC কাউন্সিলর সুমন পাল

সেখানে তিনি স্পষ্ট লেখেন, অতীতে তাঁর ও পরিবারের উপর বেশ কয়েকবার হামলা হয়েছে। নানান ঘটনায় তিনি ফের হামলার আশঙ্কায় ভুগছেন। তাঁকে যেন নিরাপত্তা দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, তদন্তে নেমে জানা যায় ভাদু চিঠি লিখলেও বীরভূমে শাসক দলের অভ্যন্তরীণ সমীকরণের জন্য বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে চায়নি পুলিশ।

Bagtui Massacre

সেই চিঠির জায়গা হয় পুলিশ সুপারের অফিসের ডাস্টবিনে! এখানেই প্রশ্ন, একজন উপপ্রধান প্রাণ নাশের আশঙ্কা জানিয়ে চিঠি লেখার পর কেন তাঁর নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখল না প্রশাসন‍? সংশ্লিষ্ট মহলের দাবি, পুলিশ যদি প্রাণনাশের আশঙ্কার কথা গুরুত্ব দিয়ে দেখত তবে সেদিন তাঁকে আর খুন হতে হতো না। আর ভাদু খুন না হলে ওই মর্মান্তিক গণহত্যাও হয়তো ঘটতো না।

Bagtui Massacre

এই চিঠির বিষয়টি জানাজানি হতেই বীরভূমের( Bagtui Massacre ) পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী (Nagendra Tripathi) সিবিআইয়ের আতস কাঁচের তলায় চলে এসেছেন। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

উল্লেখ্য, আমতার ছাত্রনেতা আনিস খান‌ও (Anis Khan) ঠিক একইভাবে প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে পুলিশকে চিঠি লিখেছিলেন। কিন্তু তাঁর ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেনি পুলিশ। তার পরিণতিতে খুন হয়ে যেতে হয় আনিসকে।

সম্পর্কিত পোস্ট