রাহুলের ‘ভারত জোড়ো’ ও বিজেপির আইটি সেলের ‘টেলর মেড’ কুৎসা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা শুরু হয়ে গিয়েছে। গত তিন দশকের মধ্যে গান্ধি পরিবার তো বটেই, কংগ্রেস দল‌ও দেশব্যাপী এমন কোনও রাস্তায় নামা কর্মসূচি নেয়নি। সেদিক থেকে কন্যাকুমারী থেকে কাশ্মির, প্রায় ৩,৫০০ কিলোমিটার পথের ভারত জোড়ো যাত্রা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বিষয়। ততোধিক তাৎপর্যপূর্ণ হল বিজেপি আইটি সেলের ভূমিকা।

এই মুহূর্তে রাহুল তাঁর ভারত জোড়ো যাত্রা নিয়ে দক্ষিণ ভারতে আছেন। এইখানকার কোন‌ও রাজ্যে কংগ্রেস এই মুহূর্তে একার শক্তিতে ক্ষমতায় না থাকলেও এটাই তাদের সবচেয়ে স্ট্রং হোল্ড। দেশের কংগ্রেস সাংসদদের ৮০ শতাংশ‌ই দক্ষিণের। ফলে আপাতত কিছুটা হলেও সাড়া পাচ্ছেন রাহুল গান্ধি। যদিও কেরলে সিপিএমের ছাত্র-যুব ফ্রন্টের সঙ্গে এই কর্মসূচি নিয়ে সংঘাত ঘটেছে কংগ্রেসের।

এরপর পশ্চিম ভারতে এই কর্মসূচি প্রবেশ করলে রাহুল কতটা সাড়া পান সেটাই দেখার। কারণ গুজরাটে সামনেই বিধানসভা নির্বাচন। সেখানে হার্দিক প্রতাপের দল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। এখানে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে রাহুল গান্ধিকে। যদিও তার আগেই বিজেপির দিকে থেকে শক্তিশেল ধেয়ে আসা শুরু হয়েছে। তবে তাতে বারুদের থেকে ‘কুৎসার’ মশাই বেশি।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি

রাহুল গান্ধি এই কর্মসূচির মধ্য দিয়ে সর্বভারতীয় স্তরে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করে ফেলতে পারেন এমন আশঙ্কা রয়েছে গেরুয়া শিবিরে। সবচেয়ে বড় কথা ভারত জোড়োর মধ্য দিয়ে সমগ্র বিরোধী শিবির জুড়ে গেলে ২৪ এর ভোটে যে শিরে সংক্রান্তি হতে পারে তা ভালোই বোঝেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই গোড়াতেই আইটি সেলকে ‘ন্যারেটিভ’ তৈরির কাজে ময়দানে নামিয়েছে তারা।

রাহুল গান্ধি যে টি-শার্ট পরে হাঁটছেন তার দাম ৪১ হাজারের আশেপাশে তুলে ধরে প্রচার শুরু করেছে বিজেপি। তাদের এই দাবি তথ্য হিসেবে সত্যি হতে পারে। কিন্তু উদ্দেশ্য যে অত্যন্ত আপত্তিকর তা আর বলার অপেক্ষা রাখে না। হাজার-লাখ টাকার পোশাক আজকের ভারতের কোন রাজনীতিবিদ পরেন না? নরেন্দ্র মোদি যে কোট পরেন তার দাম কত সেই তথ্য তুলে ধরবেন কি আইটি সেল প্রধান অমিত মালব্য? অরুণ জেটলি কত দামের পোশাক পরতেন লুটিয়েন্স দিল্লির অলিন্দে তা আজ‌ও চর্চার বিষয়।

অমিত শাহ নিজেও প্রকাশ্য সভায় রাহুলের টি-শার্টের দাম নিয়ে প্রশ্ন তুলেছেন। বিজেপির লক্ষ্য স্পষ্ট, গেঞ্জির দামকে ইস্যু করে ভারত জোড়ো থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া। তাদের এই কৌশল সফল হবে কিনা সময় বলবে।

সম্পর্কিত পোস্ট