বদলে গেল জাতীয় সঙ্গীত! যোগী রাজ্যে বই ছাপার ভুল নাকি বিজেপির অ্যাজেন্ডার বাস্তবায়ন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে বদলে গিয়েছে জাতীয় সঙ্গীত! সত্যি? আসলে যোগী রাজ্যের পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের বইয়ে জাতীয় সঙ্গীত থেকে ‘উৎকল, বঙ্গ’ শব্দদুটি বাদ পড়েছে। যদিও বাকি সব লাইন ঠিক আছে। এই নিয়েই শুরু হয়েছে শোরগোল।
বিষয়টি প্রথমে শিক্ষক বা সরকারি কর্তাদের নজরে আসেনি। পড়ুয়ারা বাড়ি গিয়ে বই খুললে এই ভুলটা তাদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক। যদিও পরে ওই পাতাটি নতুন করে পড়ুয়াদের ছাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় যে বেসরকারি সংস্থা বই ছাপানোর দায়িত্বে ছিল তাদের শোকজ করা হয়েছে।
শুভেন্দু-সুকান্ত গ্রেফতার, দিলীপকে ছুঁলো না পুলিশ, নবান্ন অভিযান শেষে বিজেপিতে বিতর্ক তুঙ্গে
বই ছাপাতে গিয়ে ভুল হতেই পারে। কিন্তু এটা জাতীয় সঙ্গীত বলেই বেশি কথা হচ্ছে। তবে বিতর্কের আরও একটি কারণ আছে।
বিজেপি সহ সংঘ পরিবারের একটা বড় অংশ অনেকদিন ধরেই জাতীয় সঙ্গীত বদলের দাবি তুলছেন। তাদের মতে, রবীন্দ্রনাথ যখন লিখেছিলেন তখনের থেকে এখনকার ভারতের রূপ অনেক বদলে গিয়েছে। সিন্ধ এখন পাকিস্তানে, উৎকল বদলে ওডিশা হয়েছে। বাংলা বলে কিছু নেই, এ পশ্চিমবঙ্গ। তাদের মতে জাতীয় সঙ্গীতের এই শব্দগুলো বদলে ফেলতে হবে।
ফলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের পাঠ্যপুস্তকে জাতীয় সঙ্গীত ভুল ছাপায় বিতর্ক স্বভাবতই একটু বেশি হচ্ছে।