মমতার মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন তুললেন দলেরই সাংসদ! মদন কেন বাদ, প্রশ্ন প্রসূনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শত নিয়ম করে, সতর্কবার্তা দিয়েও তৃণমূল নেতাদের মুখে কিছুতেই যেন লাগাম পড়াতে পারছে না দল। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলেরই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র কেন মন্ত্রিসভায় নেই প্রকাশ্যেই সেই নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন প্রসূন।
মদন ছাড়া আর কেউ ক্রীড়ামন্ত্রী হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্য কার্যত দলের শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্য প্রশ্ন ছোঁড়া বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, প্রসূন নিজে বিখ্যাত প্রাক্তন ফুটবল। তিনি দাপটের সঙ্গে ক্লাব ও জাতীয় পর্যায়ে দীর্ঘদিন খেলেছেন। তাই খেলাটা ভালোই বোঝেন।
প্রথম মমতা মন্ত্রিসভায় কামারহাটির বর্তমান তৃণমূল বিধায়ক মদন মিত্র ছিলেন। তিনি পরিবহন দফতরের পাশাপাশি ক্রীড়া মন্ত্রীও ছিলেন। সেই প্রসঙ্গ টেনে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “মদন মিত্রর থেকে ভালো ক্রীড়ামন্ত্রী কেউ হতে পারে না। এতে কেউ রাগ করলে আমার কিছু করার নেই!” পাশাপাশি মদন কেন মন্ত্রিসভাতে নেই তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন প্রসূন।
মীনাক্ষীই কি ‘ক্যাপ্টেন’? ‘কোচ’ সেলিম কিন্তু দড়ি টানছেন না
উল্লেখ্য, ২০১৬ এর বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন মদন মিত্র। তাই সেবার মন্ত্রী হওয়ার বিষয় ছিল না। কিন্তু ২০২১ এর ভোটে জিতলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে মন্ত্রী করেননি। এদিকে সম্প্রতি মন্ত্রিসভার সম্প্রসারণ হলেও তাতে জায়গা হয়নি তাঁর। তা নিয়ে দলের একাংশ অসন্তুষ্ট বলে খবর। প্রসূনের মন্তব্যে সেই ক্ষোভই বাইরে বেরিয়ে এল বলে রাজনৈতিক মহলের ধারণা।
এদিকে বর্তমান ক্রীড়ামন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। আর প্রতিমন্ত্রী পদে আছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। প্রসূনের কথা থেকে পরিষ্কার, অরূপ বা মনোজ কাউকেই তিনি উপযুক্ত মনে করছেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা গঠন নিয়ে তিনি প্রশ্ন তোলায় এর জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।