মালবাজারের বিষাদের মধ্যেই রঙিন হবে কলকাতা, যদিও কার্নিভাল মানতে পারছেন না বহু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দশমীর দিন প্রতিমা নিরঞ্জন করার সময় আচমকা ধেয়ে আসা হড়পা বানে জলপাইগুড়ির মালবাজারের ভয়ঙ্কর দুর্ঘটনার কথা সকলেরই জানা। শেষ পর্যন্ত ওই বিপর্যয় আটজনের মৃত্যু হয়েছে। তবে বেশ কয়েকজন ৪৮ ঘন্টা পরেও নিখোঁজ।
আহতের সংখ্যা বহু। এই ঘটনায় বিষাদের ছায়ার সর্বত্র। মাল নদীর বিপর্যয়ের জন্য জলপাইগুড়ির জেলা পুজো কার্নিভাল বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন। যদিও শনিবার কলকাতার রেড রোডে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্নিভাল হচ্ছে। আর সেখানে চারিপাশ আলো করে থাকবেন বহুবিশিষ্ট মানুষ।
বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রশাসন কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত ঘোষণার আগেই ফুঁসে উঠেছিল সে জেলার মানুষ। বিশিষ্টজন থেকে শুরু করে আমজনতা, সকলেই শোকের আবহে দুর্গাপূজা নিয়ে কার্নিভালের বিরোধিতা করে।
শেষ পর্যন্ত জেলাশাসক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে কার্নিভাল বাতিলের সিদ্ধান্ত নেন। মালবাজারের ওই দুর্ঘটনার পর বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় এবারের মতোর্ত যাবতীয় কার্নিভাল বন্ধ করার দাবি তোলেন। যদিও রেড রোডে আয়োজিত কেন্দ্রীয় কার্নিভালটি বহাল তবিয়তে হচ্ছে।
নতুন সভাপতি এলেও কংগ্রেসের ব্যাটন গান্ধিদের হাতেই, গুজরাট-হিমাচলে ‘মুখ’ প্রিয়াঙ্কা
অথচ বহু মানুষ সোশ্যাল মিডিয়াতেই সংবেদনশীলতার কথা উল্লেখ করে এবারের মতো সব কার্নিভাল বন্ধের দাবি তুলেছিলেন। তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টি নিয়ে সিপিএম বা বিজেপি, বিরোধী দলগুলো কেউই ততোটা সোচ্চার হয়নি। ফলে সহজেই নিজের সিদ্ধান্তে অটল থাকার সুযোগ পেয়ে যায় রাজ্য প্রশাসন।
শনিবার কমপক্ষে ৫ ঘন্টা ধরে দুর্গাপুজোর কার্নিভাল চলার কথা।ি