৩ আগস্টের আগে ছাড়া পাচ্ছেন না পার্থ-অর্পিতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এখনই ছাড়া পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। এই হেভিওয়েট রাজনীতিবিদকে কমপক্ষে আরও ১০ দিন ইডি হেফাজতে থাকতে হবে। কারণ সোমবার রাতে আদালত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির আরও ১০ দিন, অর্থাৎ ৩ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকালেই আদালতের নির্দেশমতো ভুবনেশ্বর এইমসে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই এইমসের চিকিৎসকরা মেডিকেল রিপোর্ট জমা করে জানিয়ে দেন হাসপাতালে থাকার মতো কোন‌ও সমস্যা নেই রাজ্যের এই মন্ত্রীর। তিনি কিছু ক্রনিক ডিজিজে ভুগছেন, কিন্তু তা উদ্বেগজনক কিছু নয়। এর জন্য নিয়মিত ওষুধ খেলেই হবে, হাসপাতালে থাকার প্রয়োজন নেই।

ধাক্কার পর ধাক্কা! পার্থর জরুরি আর্জি শুনল না আদালত, সাত সকালেই মন্ত্রীকে ভুবনেশ্বর নিয়ে গেল ইডি

ভুবনেশ্বর এইমসের এই রিপোর্ট আদালতে জমা পড়ার পরই একরকম বোঝা গিয়েছিল যে বিপদ বাড়তে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। এদিকে অর্পিতা মুখার্জিকেও আদালতে তোলা হয়। শেষ পর্যন্ত বিচারক আগামী ৩ আগস্ট পর্যন্ত পার্থ ও অর্পিতা দুজনকেই ইডি হেফাজতের নির্দেশ দেন।

এদিন রাতেই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সোমবার ভুবনেশ্বর থেকে কলকাতায় ফেরেননি পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রে খবর মঙ্গলবার সকালে তাঁকে ভুবনেশ্বর থেকে কলকাতায় নিয়ে আসা হবে।

সম্পর্কিত পোস্ট