প্রাচীনকালে ছিল QR CODE! কিভাবে হত ব্যবহার ? চমকে যাবেন আপনিও
প্রাচীনকালে ছিল QR CODE
THE QUIRY : দোকান থেকে একটা জিনিস কিনলেন ? ক্যাশ পেমেন্ট নয় , করছেন UPI পেমেন্ট। কিন্তু জানেন প্রাচীন কালে কিভাবে হত পেমেন্ট ? আজ যে QR কোড প্রযুক্তি ব্যবহার করছেন , তার অস্তিত্ব ৩০০০ বছর আগেও ছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি মূর্তির ছবি। মূর্তিটি মায়া সভ্যতার। এই সভ্যতা মেক্সিকো , হন্ডুরাস , গুয়াতেমালা এবং ইউকাটান উপদ্বীপে ১৫০০ খ্রিস্ট পূর্বাব্দের আগে ছিল। সেখানেই একটি প্রাচীন মূর্তিতে দেখা গিয়েছে , QR কোডের মতোই একটি ছাপ।
এই প্রাচীন মূর্তিটি সাধারণ মূর্তি থেকে বেশ আলাদা। এতে হাত-পা থাকলেও মাথার বদলে QR কোডের মতো কিছু দেখা যাচ্ছে। ঠিক একই QR কোড, যা আপনি কিংবা আমি আজ পেমেন্ট করতে ব্যবহার করি। তবে কি সেই যুগে QR কোড ব্যবহার ছিল ?
আরও খবর- Indian Railways : রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে প্রকাশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
প্রাচীনকালে ছিল QR CODE! কিভাবে হত ব্যবহার ? চমকে যাবেন আপনিও
তিন হাজার বছরের পুরনো মায়া সভ্যতায় এ ধরনের প্রযুক্তি আদৌ কী কাজে ব্যবহার করা হত , যা নিয়েই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। যদিও ভারতে QR কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টের ব্যবহার প্রায় এক দশক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মূর্তির মধ্যে মায়া সভ্যতার উন্নত প্রযুক্তি দেখে হতবাক বিজ্ঞানীরা।