NTPC : অসংখ্য শূন্যপদে নিয়োগ – এনটিপিসি-র তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
The Quiry : এনটিপিসি-র (NTPC) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in- এ গিয়ে আবেদন করতে পারেন। মোট ১১৪টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন ?
• প্রথমেই এনটিপিসির অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in – এ ক্লিক করতে হবে।
• এবার হোম পেজে রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
• এরপরের ধাপে আবেদন পত্র খুলে যাবে। সেই আবেদন পত্র পূরণ করতে হবে।
• এবার আবেদন ফি জমা দিন।
• পরের ধাপে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
• এবার সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পত্র জমা পড়ে যাবে।
এই শূন্যপদে আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর ধার্য করা হচ্ছে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে। এরপরে স্কিল টেস্ট নেওয়া হবে।
ম্যাগাজিন ইনচার্জ – ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেকানিক্য়াল সুপারভাইসর – ২১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইলেকট্রিকাল সুপারভাইসর – ১৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ভোকেশনাল ট্রেনিং ইন্সট্রাক্টর – ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র মাইনিং সার্ভেয়ার – ১১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মাইনিং সিরদার – ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আরও খবর- Tesla’s robot : ডিম সেদ্ধ থেকে নাচ – অবিকল মানুষের মত সব কাজ – চমকে দেবে টেসলার রোবোট
NTPC : অসংখ্য শূন্যপদে নিয়োগ – এনটিপিসি-র তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
এই শূন্যপদে যারা আবেদন করবেন, তাদের ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা আবেদনকারীদের কোনও আবেদন ফি দিতে হবে না।