Kolkata Metro : ১ বছরে সওয়ার প্রায় ১৭ কোটি নিত্যযাত্রী – অফিস ডে থেকে উৎসবের দিন , কোলকাতা মেট্রো যেন লাইফ লাইন
কলকাতা মেট্রোর পথ চলা শুরু।
The Quiry : অফিস ডে থেকে উৎসবের দিন , মেট্রো যেন লাইফ লাইন। ট্রাফিক জ্যাম নেই, একবার মেট্রোয় চড়ে বসলে মুহূর্তে এক স্টেশন থেকে অন্য স্টেশনে পৌঁছে যাওয়া। তাই সাধারণ মানুষের মেট্রো নির্ভরশীলতা বাড়ছে। এক সময় মেট্রো মানেই ধরা হতো পাতাল রেল। তবে এখন শুধু পাতাল পথে নয়, মেট্রো ছুটছে মাটির উপর দিয়েও।
মেট্রোর তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২০২৩ সালের শেষ দিনে অর্থাৎ ৩১ ডিসেম্বর উত্তর-দক্ষিণ মেট্রো ৩ লাখ ৩৭ হাজার ২৮৭ জন যাত্রী নিয়ে ছুটেছে। সবথেকে বেশি যাত্রী গণনা হয়েছে এসপ্লানেড (২৭১৬৪), রবীন্দ্র সদনে (২৬৩৭৪)। ১৯৮৪ সালে কলকাতা মেট্রোর পথ চলা শুরু। দেশের প্রাচীনতম মেট্রো করিডর হিসাবে গণ্য করা হয় কলকাতা মেট্রোকে।
Kolkata Metro : ১ বছরে সওয়ার প্রায় ১৭ কোটি নিত্যযাত্রী – অফিস ডে থেকে উৎসবের দিন , কোলকাতা মেট্রো যেন লাইফ লাইন
আরও খবর- Japan strong earthquake : রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪ – জোরালো ভূমিকম্পে কাঁপল জাপানের মাটি ,
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রো ১৭.৬৯ কোটি যাত্রীকে পরিষেবা। গত কয়েক বছরে একাধিক রুটে ছুটছে কলকাতা মেট্রো। উত্তর , মধ্য কিংবা দক্ষিণ কলকাতা তো বটেই , সল্টলেক-শিয়ালদহ পর্যন্ত জুড়ে দিয়েছে এই রেলগাড়ি। এক সময় মেট্রো মানেই ধরা হতো পাতাল রেল।