ED attack on Sheikh Shah Jahan : শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা, দুষ্কৃতী হামলায় রক্তাক্ত সংবাদ মাধ্যমও
বর্তমানে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।
The Quiry : একাধিক দুর্নীতির অভিযোগে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। দুর্নীতির মূল শিকড় খুঁজতে তদন্ত জারি রেখেছে সিবিআই ও ইডি। সেই মতো আজ শুক্রবার সকাল সকাল রেশন বণ্টন দুর্নীতিতে রাজ্যের একাধিক জায়গায় অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা। তবে এই অভিযান ঘিরে রীতিমতো পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি।
রেশন বণ্টন দুর্নীতিতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে দুষ্কৃতী হামলার মুখে পড়েন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাদ পড়লেন না সাংবাদিকরাও। এলাকাবাসীর বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সেখানে।
হামলার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না একাধিক ইডি আধিকারিক ও সাংবাদিকের। দুষ্কৃতীরা শেখ শাহজাহানের অনুগামী বলে দাবি।
শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক মহিলা পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এর পর প্রাণ বাঁচাতে অটোতে চেপে কোনমতে এলাকা ছাড়েন তাঁরা। এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।
ED attack on Sheikh Shah Jahan : শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা, দুষ্কৃতী হামলায় রক্তাক্ত সংবাদ মাধ্যমও
আরও খবর- Chief Minister : বাংলার শাড়ির জি আই ট্যাও প্রাপ্তি , উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী জানালেন অভিনন্দন
খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। তাদেরও বেধড়ক মারধর করা হয়। কেড়ে নেওয়া হয় ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রাংশ। একাধিক সাংবাদিকের মাথা ফেটেছে। আহত হয়েছেন আরও অনেকেই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক সংস্থাগুলি। যারা শুধুমাত্র সত্য মিথ্যা সব ধরনের খবর মানুষের কাছে তুলে ধরেন, তাদেরও মারধোর করে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। সত্য ঘটনাকে আলোর সামনে আনতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলি।