সেমিফাইনালে পৌঁছেই টোকিও অলিম্পিকের টিকিট পেলেন মেরি কম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রত্যাশা আগে থেকেই ছিল। সেইমতো জয়লাভ করে অলিম্পিকে নিজের জায়গা অটুট রাখলেন ভারতীয় মহিলা বক্সার।
এশিয়ান-ওশিয়ান অলিম্পিক কোয়ালিফাইংয়ের সেমিফাইনালে পৌঁছেই ২০২০ এর টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেললেন মেরি কম। ৫১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের আইরিশ ম্যাগনোর বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে চলে যান মনিপুরী বক্সার।
আরও পড়ুনঃ বাংলার জয়ে ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
এর আগে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় মহিলা কুস্তীগির মেরি কম। ছয় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
৬০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার মনোখোরকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন ভারতীয় মহিলা বক্সার সীমরনজিৎ কৌর। একইসঙ্গে টোকিও অলিম্পিকে নিজের জায়গা পাকা করে নেন তিনি।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কের জেরে বাতিল হতে পারে মুজিব শতবর্ষের টি-টোয়েন্টি ম্যাচ
অন্যদিকে সেমিফাইনালে পরাজিত হলেও আগেই ২০২০ টোকিও অলিম্পিকে জায়গা করে নিয়েছিলেন অমিত পাঙ্গাল এবং লোভলিনা বোরগোহেইন। মহিলাদের ৬৯ কেজি বিভাগে চিনের হোন গু –এর কাছে পরাজিত হন বোরগোহেইন। অন্যদিকে পুরুষদের ৫৩ কেজি বিভাগে চিনের জায়ানগুয়ান হু –এর কাছে পরাজিত হন অমিত।
আপাতত ব্রোঞ্জের মাধ্যমেই এশিয়া-ওশিয়ান অলিম্পিক কোয়ালিফাই শেষ করতে হল দুই কুস্তীগিরকে।