“কংগ্রেসের ঠাঁই হবে সংসদের ভিজিটর্স গ্যালারিতে” – লোকসভায় তীব্র ব্যঙ্গ প্রধানমন্ত্রীর
লোকসভা নির্বাচনের পর কংগ্রেসের ঠাঁই হবে সংসদের ভিজিটর্স গ্যালারিতে৷ একই সঙ্গে ইন্ডিয়া জোটে ফাটল নিয়ে কংগ্রেস সহ বিরোধীদের কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদি বলেন, ‘জোটই তো ভেঙে পড়েছে৷ যাঁদের পরস্পরের প্রতি বিশ্বাস নেই তাঁদের উপরে দেশ ভরসা রাখবে কী করে ?’ সংসদে বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে ধন্যবাদ জ্ঞাপন করতে দিতে গিয়ে কংগ্রেসকেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ৷
প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁর আমলে যা কাজ হয়েছে তা কংগ্রেস করতে গেলে কংগ্রেসের ৮০ থেকে ১০০ বছর সমংয় লেগে যেত৷’ নাম না করে রাহুল গান্ধিকেও বিঁধেছেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ‘কংগ্রেস বার বার একই প্রোডাক্টকে নতুন করে লঞ্চ করার চেষ্টা করছে৷’ নরেন্দ্র মোদি বলেন, ‘কংগ্রেস কোনওদিনই দেশের ক্ষমতায় ভরসা রাখেনি৷ তারা বরাবর নিজেদের শাসক এবং দেশের সাধারণ মানুষকে ছোট করে দেখেছে৷ বিরোধী দল হিসেবেও নিজেদের দায়িত্ব পূরণে ব্যর্থ কংগ্রেস৷
আগামী লোকসভা নির্বাচনে জয় নিয়ে তুমুল আত্মবিশ্বাসী হলেও এ দিন প্রধানমন্ত্রীর নিশানায় ছিল কংগ্রেস৷ এমন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধি থেকে শুরু করে মনমোহন সিং- কংগ্রেসের প্রাক্তন প্রধানমন্ত্রীদের শাসনকালের তুলনা টেনেছেন প্রধানমন্ত্রী৷ পরিবারতন্ত্রের সমালোচনাও শোনা গিয়েছে তাঁর মুখে৷