এবার রাজনীতি ! লোকসভায় ছক্কা হাঁকাতে পাঞ্জাবে বিজেপির বাজি ‘সিং ইজ কিং’ যুবরাজ সিং ?
সানি নয় ! লোকসভায় ছক্কা হাঁকাতে পাঞ্জাবে বিজেপির বাজি ‘সিং ইজ কিং’ যুবরাজ সিং ? বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। পাঞ্জাবের গুরুদাসপুর থেকে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন। গুরুদাসপুর থেকে বরাবরই বিজেপি কোনও তারকা বা বিশিষ্ট ব্যক্তিকে প্রার্থী করে। সেই কারণে জল্পনা আরও বাড়ে যে এবার সানি দেওলের পরিবর্তে প্রার্থী হতে পারেন যুবরাজ সিং।
এই আসনেই সাংসদ বলিউড অভিনেতা সানি দেওল। তবে নিজের কেন্দ্রে বিশেষ কোনও কাজ না করায় ও বছরের অধিকাংশ সময়ই “উধাও” থাকা নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েন। এরপরই গত বছর তিনি জানিয়ে দেন যে আর নির্বাচনে লড়বেন না। এ দিন যুবরাজ সিং বলেন, “আমি মানুষকে সেবা করতে চাই। তবে তা ‘ইউউইক্যান’ (YOUWECAN) ফাউন্ডেশনের মাধ্যমেই করতে চাই। মিডিয়া রিপোর্ট যাই-ই বলুক, গুরুদাসপুর থেকে আমি লড়ছি না। আমি নিজের ক্ষমতা অনুযায়ী মানুষকে সাহায্য করব।”