একই দিনে কলকাতা সফরে মোদী-শাহ ! প্রচারে শেষলগ্নে ঝড় তুলতে মরিয়া বিজেপি
নির্বাচনে শেষ লগ্নে চমক দিতে চাইছে বিজেপি। প্রচারে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এনে বাজিমাত করতে চাইছে বঙ্গের পদ্ম শিবির। উত্তর কলকাতা ও দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় ও শীলভদ্র দত্তের সমর্থনে রোড শো করার সম্ভাবনা মোদীর। ওদিকে আবার একই দিনে দক্ষিণ কলকাতার হাজরায় সভা করার সম্ভাবনা রয়েছে মোদীর সেনাপতি অমিত শাহর।
গেরুয়া শিবির সূত্রে খবর , মূলত দক্ষিণ কলকাতা ও যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ও অনির্বাণ গঙ্গোপাধ্য়ায়ের সমর্থনে ওই সভা করার সম্ভাবনা রয়েছে শাহর , সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।
পয়লা জুন , লোকসভা নির্বাচনে শেষ দফায় তালিকায় রয়েছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর ও মথুরাপুর। মোটামুটি হাই ভোল্টেজ কেন্দ্র সবগুলোতেই শেষ লগ্নে ভোট হওয়ায় প্রচারে নতুন উদ্যম আনতে চাইছে গেরুয়া শিবির।