মিড রেঞ্জে ফের Xiaomi ম্যাজিক
বিশেষ আকর্ষণ হোল-পাঞ্চ ডিসপ্লে Shnapdragon 720G চিপসেট আর 5020mAh ব্যাটারি ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- ভারতের বাজারে আত্মপ্রকাশ করল চাইনিজ জায়ান্ট Xiaomi-র Redmi 9 সিরিজের স্মার্টফোন ।
লঞ্চ হল Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro । বিশেষ আকর্ষণ হোল-পাঞ্চ ডিসপ্লে Shnapdragon 720G চিপসেট আর 5020mAh ব্যাটারি ।
Android 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ।
Redmi 9 সিরিজের স্মার্টফোন
Redmi 9 Pro max -এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে- 6.67 inches IPS LCD capacitive touchscreen, 16M colors
- ডিসপ্লে প্রোটেকশন- Corning Gorilla Glass 5
- রেজোলিউশন- 1080 x 2400 pixels, 20:9 ratio (~395 ppi density)
- অপারেটিং সিস্টেম- Android 10.0; MIUI 11
- মোবাইল প্রসেসর- Qualcomm SM7125 Snapdragon 720G (8 nm)
আরও পড়ুন : বিশ্ব বাজারে মুক্তি পেতে চলেছে Mi 10 সিরিজ
- মোবাইল গ্রাফিক্স- Adreno 618
- ইন্টারনাল মেমোরি- 64GB 6GB RAM, 128GB 6GB RAM, 128GB 8GB RAM
- ওয়াইফাই- Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot
- ব্লুটুথ- 5.0, A2DP, LE
- জিপিএস- Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS, NavIC
- ইউএসবি- 2.0, Type-C 1.0 reversible connector
- ব্যাটারি- Non-removable Li-Po 5020 mAh battery
- ফাস্ট চার্জিং- Fast charging 33W
Note 9 Pro-র ক্ষেত্রে প্রায় সবকটি ফিচার রয়েছে । কেবলমাত্র ক্যামেরায় 48 মেগাপিক্সেল এবং 18W ফাস্টচার্জিং রয়েছে ।
Redmi 9 সিরিজের স্মার্টফোন, ক্যামেরা স্পেসিফিকেশন
Redmi 9 Pro max
ফোনের পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ । প্রাইমারি ক্যামেরায় 64 মেগাপিক্সেল সেন্সর রয়েছে ।
সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ।
সেলফি তোলার জন্য রয়েছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা ।
Redmi Note 9 Pro
এখানেও রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ । প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে ।
সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল,5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর ।
সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Redmi Note 9 Pro Max ও Redmi Note 9 Pro -র দাম
6GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro Max এর দাম 14,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে ।
আরও পড়ুন : Apple,Samsung কে টেক্কা দিতে Oppo-র ডবল ধামাকা
8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 18,999 টাকা ।
অন্যদিকে 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা।
6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে । নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
17 মার্চ থেকে Amazon.in ও Mi.com থেকে Redmi 9 সিরিজের দুটি ফোনই কেনা যাবে ।