১ ফেব্রুয়ারি থেকে UPI-এ আসছে বড় পরিবর্তন: সমস্যায় পড়ার আগে সাবধানতা অবলম্বনের উপায় জানুন

UPI-এ বড় পরিবর্তন

বর্তমান যুগের দেশে অনলাইনে লেনদেন ব্যবস্থা দ্রুত গতিতে বেড়ে চলেছে এখন সামান্য ১ টাকার জিনিসও কিনতে গেলে অনেকেই অনলাইনে পেমেন্ট করে দেয়। আর অনলাইনে লেনদেনের ক্ষেত্রে গুরুত্ব বেড়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (Unified Payments Interface)।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তথ্য  তাই বলছে। তাদের মতে অনলাইনে লেনদেনের মাধ্যম হিসেবে UPI, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস এবং ক্রেডিট ও ডেবিট কার্ডকে পিছনে ফেলে দিয়েছে। তবে এবার UPI সিস্টেমে এক নতুন নিয়ম আনছে সরকার।

  1. নতুন নির্দেশ এলupiসিস্টেম ব্যবহারকারীদের জন্য

UPI লেনদেনের পর গ্রাহককে প্রতিটি পেমেন্টের পর একটি করে নোটিফিকেশন massage পাঠানো হত। এবং সেই নোটিফিকেশনে দেওয়া থাকত লেনদেনের বিস্তারিত তথ্য যেমন নম্বর ও টাকার পরিমাণ। কিন্তু এবার সেই নোটিফিকেশন আর পাঠানো হবে না। আগামী ১ ফেব্রুয়ারি থেকে, এই নোটিফিকেশন সিস্টেমটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। আসলে NPCI বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে, আসলে এই নতুন ব্যবস্থা মূলত  নিরাপত্তা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে।

  1. সুরক্ষার জন্য সরকারি পদক্ষেপটি নিয়েছে

বর্তমানে UPI সিস্টেমের ব্যবহার  দিনের পর দিন যেন ইন্টারনেটের মত গোটা দুনিয়াতে রাজত্ব করে চলেছে। আর এই সুবিধাকেই সাইবার অপরাধীরা  হাতিয়ার বানিয়েছে। আসলে দিনের পর দিন গ্রাহকের লেনদেনের পরিমাণ বেড়েই চলেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত UPI-এর মাধ্যমে ১৬.৭৩ বিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছে, এবং জানা গিয়েছে এই সংখ্যা আগামীদিনে আরও বাড়তে চলেছ। এদিকে সাইবার অপরাধীরা  ছোট পেমেন্টের মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এই ধরনের ঘটনা হামেশাই ঘটে চলেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *