করোনা আতঙ্কে ফের পিছিয়ে যেতে পারে আইপিএলের আসর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ১৩ তম আইপিএলের। পরে করোনা আতঙ্কের জেরে আইপিএলের সময় পিছিয়ে নেয় বিসিসিআই। ১৫ এপ্রিল অবধি স্থগিত রাখা হয় আইপিএলের আসর। কিন্তু পরিস্থিতি অনুযায়ী আগামী ১৫ এপিল থেকে আইপিএল শুরু হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।
সেরকম হলে জুলাই-সেপ্টেম্বরের উইন্ডোতে চলে যেতে পারে ১৩ তম আইপিএলের আসর। মোটের ওপর এখন আইপিএলের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে অনেকটা করোনার গতিপ্রকৃতির ওপর।
কিছুদিন আগেই কোরনার কারণে বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। করোনার প্রভাব বাড়তে থাকায় দেশের ফিরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা দল। তারপর আইপিএল নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন। কোনভাবেই দিল্লিতে আইপিএল হবে না বলে সাফ জানিয়ে দেয় দিল্লি প্রশাসন। তারপর পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ১৫ এপিল অবধি স্থগিত রাখতে হয়। এখনও অবধি কবে করোনার প্রভাব কমবে, তা না জানতে পারায় সমস্যায় পড়েছে বিসিসিআই।
জুলাই সেপ্টেম্বরের দিকে এশিয়া কাপ ছাড়া আর কোনও ম্যাচ না থাকায় সেই সময় আইপিএলের জন্য উপযুক্ত মনে করছে বিসিসিআই। তার ওপর সেই সময়ও শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মত দেশগুলিতে কোনও ম্যাচ নেই। তবে পরবর্তীকালে আইপিএলের সময়সূচী পরিবর্তন হলে তা নিয়ে বৈঠকে বসবে গভর্নিং কাউন্সিল।
এর আগে ২০০৯ সালে নির্বাচনের জন্য সাউথ আফ্রিকাতে বসে আইপিএলের আসর। মাত্র ৩৭ দিনের মধ্যেই শেষ করতে হয় পুরো লিগ।