করোনার জেরে ৪৫ মিনিট বন্ধ শেয়ার বাজার
সোমবার বাজার খুলতেই ধস নামে । সেনসেক্স ও নিফটি নেমে যার ১০ শতাংশ । পরিস্থিতির দিকে তাকিয়ে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে কেনাবেচা।
দ্য কোয়ারি ওয়েব ডেস্ক- অর্থনীতির বেহাল দশা আগেই ছিল । তবে বর্তমানে বিশ্ববাসীর কাচে ত্রাস হয়ে উঠেছে নোভেল করোনা ভাইরাস ।
মানুষের জীবন থেকে অর্থনীতি সব জায়গায় থাবা বসিয়েছে মারণ ভাইরাস । যার জেরে ধুঁকছে বাজার ।
সোমবার বাজার খুলতেই একের পর এক ধাক্কা । শুক্রবার বন্ধের সময় সূচক যেখানে থেমেছিল, সোমবার বাজার খুলতেই ধস নামে ।
সেনসেক্স ও নিফটি নেমে যার ১০ শতাংশ । পরিস্থিতির দিকে তাকিয়ে প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে কেনাবেচা।
সোমবার বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই ২ হাজার ৩০৭ পয়েন্ট নেমে যায় সেনসেক্স । ৮৪২ পয়েন্ট নেমে যায় নিফটিও।
ধস নামে বিশেষ করে ব্যাঙ্ক ও অটোমোবাইলের শেয়ারে ।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ইতিমধ্যেই আংশিক বা পুরোপুরি লক ডাউনের পথে হেঁটেছে বহু দেশ ।
তার জের সরাসরি গিয়ে লেগেছে শেয়ার বাজারে ।
#covid19 করোনায় ছোঁয়ার ব্যাপক ধস শেয়ার বাজারে
পরিসংখ্যান বলছে, ২০০৮-০৯ সালে বিশ্বব্যাপী আর্থিক মন্দার জেরে অর্থনীতির যে অবস্থা হয়েছিল তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে বর্তমান পরিস্থিতি।
সোমবার সকালেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা চারশো পেরিয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে ৭ জনের ।
পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্র ও কেরলে । দুই রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৬০ পেরিয়ে গিয়েছে ।
এর ফলে দেশের বহু রাজ্যই ৩১ মার্চ পর্যন্ত লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে । এ সবের প্রভাব যে বাজারে ধস আনবে, তা মানছেন অর্থনীতির বিশেষজ্ঞরা ।